X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক পরিচয়ে ২ বছর ধরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৬



সাংবাদিক পরিচয়ে ২ বছর ধরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা একজনের কাজ সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা। আরেকজন সেই নাম্বারে ফোন করে সাংবাদিক পরিচয় দিয়ে অনিয়মের খবর প্রকাশ করার হুমকি দিতো। বিকাশে টাকা না পাঠালে সংবাদ প্রকাশ করা হবে বলে জানাতো তারা। কেউ কেউ তাদের ফাঁদে পা দিয়ে অর্থ বিকাশ করতো। এভাবেই চলছিল, কিন্তু শেষরক্ষা হয়নি। একটি জাতীয় দৈনিকের নাম বারবার ব্যবহার করায়, পত্রিকা কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) দুই প্রতারককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন শিবলু (৪০) ও তার সহযোগী সোহাগ (৩০)। পোস্তগোলা এলাকা থেকে গ্রেফতারের পর তাদের একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা বলেন, ‘গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। এরা সরকারি কর্মকর্তাদের ফোন নম্বর সংগ্রহ করে ধারাবাহিকভাবে ফোন দেয়। নানা অনিয়মের কথা বলে অর্থ দাবি করে। অনেকের কাছ থেকে তারা এভাবে অর্থ হাতিয়েও নিয়েছে। প্রায় দুই বছর ধরে তারা এভাবে প্রতারণা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত দুই প্রতারকের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। এছাড়া কিছু চিরকুট জব্দ করা হয়েছে। তারা কোন কর্মকর্তাকে ফোন করে কী বলবে সে বিষয়ে চিরকুটে লেখা ছিল। তাদের কাছ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের একটি তালিকাও উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক ক্যাসিনোতে অভিযানের কারণে অনেক কাউন্সিলর গ্রেফতার হওয়ায় তারা ফোন করে অর্থ আদায়ের পরিকল্পনা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলু ও সোহাগ জানিয়েছেন, তারা মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তারা এই পদ্ধতি বেছে নেয়। তারা দৈনিক আমাদের সময় পত্রিকার নাম বেশি ব্যবহার করতো। এছাড়া অন্যান্য পত্রিকার সাংবাদিকদের নাম ব্যবহার করেও অনেককে ফোন করে অর্থ আদায় করেছে।

পুলিশ জানায়, শিবলু ও সোহাগের প্রতারণার বিষয়টি জানতে পেরে দৈনিক আমাদের সময় পত্রিকার মানবসম্পদ বিভাগ গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট থেকে দৈনিক আমাদের সময়ের পরিচয় দিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে প্রতারণার ঘটনা ঘটে। প্রতারকরা কখনও নিজেদের অপরাধ বিষয়ক প্রতিবেদক, কখনও বার্তা সম্পাদক পরিচয় দিতো। প্রকৌশলী, খাদ্য বিভাগের কমকর্তা, যুগ্ম সচিব, উপসচিব, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা শাহাদাত হোসেন সুমা বলেন, ‘তাদের দুজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে প্রতারণার আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

/এনএল/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!