X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ঘটনায় আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:২০

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ঘটনায় আসকের উদ্বেগ দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন—আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (১৯ জানুয়ারি) সংগঠনটির নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আবরারের মৃত্যু অত্যন্ত দুভার্গ্যজনক। এই মৃত্যু দেশের প্রত্যেক মানুষকে মর্মাহত করেছে। তবে, তার মৃত্যুর পর সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও অন্যান্য মহলকে প্রথম আলোর সম্পাদকের নাম জড়িয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে। তাদের মন্তব্যের পরপরই মতিউর রহমনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আসকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে গভীরভাবে প্রভাবিত করবে। জনমনে বিদ্যমান এই সংক্রান্ত শঙ্কাকে আরও বেশি দৃঢ় করে তুলবে। বিশেষ করে, ঘটনা পরবর্তী সময়ে ক্ষমতাসীন দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের দেওয়া বিভিন্ন বক্তব্য-বিবৃতি এ সংশয়কে আরও বেশি ঘনীভূত করেছে। জনমনের শঙ্কা ও নানা সংশয় দূর করতে মামলাটির বিচার-প্রক্রিয়া সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রেখে আইনি-প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কাউকে হয়রানি করার জন্য নয়, সত্যিকার অর্থে কর্তৃপক্ষের কোনও অবহেলার কারণে যদি এ দুর্ঘটনা হয়ে থাকে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ