X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কারাগারের প্রতি তিনজনে একজন মাদকের আসামি

জামাল উদ্দিন
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৮

কারাগার দেশের কারাগারগুলোতে থাকা ৮৮ হাজার বন্দির এক-তৃতীয়াংশই মাদক মামলার আসামি। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় প্রতিদিনই মাদকের মামলায় কারাগারে যেমন বন্দি ঢুকছে, তেমনি জামিনে মুক্তি নিয়ে বের হয়ে যাচ্ছে পাঁচশ’র মতো বন্দি। আর এভাবেই কারাগারে যাওয়া-আসার মধ্যে রয়েছে মাদক মামলার আসামিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৩ ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী, মাদকের মামলায় দেশের বিভিন্ন কারাগারে ২৬ হাজার ২৩২ জন বন্দি ছিল। এদের মধ্যে ৯৪৬ জন নারী, বাকি ২৫ হাজার ২৮৬ জন পুরুষ।
মাদক পাচার, বহন ও বিক্রির অভিযোগে প্রতি বছর দেড় লাখের বেশি লোককে গ্রেফতার করে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গ্রেফতারকৃতদের আদালতের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের কারাগারে পাঠান।
সূত্র জানায়, ২০১৯ সালে পুলিশই গ্রেফতার করে ১ লাখ ৩১ হাজার ৩৬ জন মাদক কারবারিকে। এসব ঘটনায় মামলা হয়েছে লক্ষাধিক। একই বছর আড়াই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি। র‌্যাবের হাতে গ্রেফতার হয় ৭ হাজারের বেশি মাদক কারবারি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগও মাদক কারবারে জড়িত অভিযোগে অনেককে গ্রেফতার করে। তবে বছর শেষে দেখা যায়, মাদক মামলায় কারাভোগ করছে দশ ভাগের এক ভাগ আসামি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখার একজন কর্মকর্তা বলেন, প্রতিদিনই বিভিন্ন মামলার আসামি ঢুকছে কারাগারে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢুকছে মাদক মামলার আসামি। আবার জামিনে মুক্তি পেয়ে বেরও বেশি হচ্ছে মাদক মামলার আসামি। যেমন গত ১২ ফেব্রুয়ারি কারাগারে ঢোকে ৪১৯ জন মাদক মামলার আসামি, আর জামিনে বেরিয়ে যায় ৫৪৭ জন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে মাদক পাচারকারী ও বিক্রেতাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা। গ্রেফতারের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর পর পুলিশের করণীয় আর থাকে না।’

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন