X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের হামলা-পাল্টা হামলায় আহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫

ঢাকা কলেজ-সিটি কলেজ (ছবি সংগৃহীত) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও চানখারপুল এলাকায় হামলা ও পাল্টা হামলায় ঢাকা কলেজ ও সিটি কলেজের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সায়েন্সল্যাব এলাকায় অজ্ঞাত যুবকরা ঢাকা কলেজের প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এরপর বেলা তিনটার দিকে চানখারপুলে সিটি কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মারধর করে ঢাকা কলেজের ছাত্ররা।

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পৃথক দুটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ছরিকাঘাতে ঢাকা কলেজের আহতরা হলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী নেহাল (১৭) (ডান পায়ে ছুরিকাঘাত করা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়), তানভীর (১৭) (হাতে ছুরিকাঘাত করা হয়), সাফিয়ান (১৭) (পিঠে ছুরিকাঘাত করা হয়), সোয়াদ (১৭) (পেটে ছুরিকাঘাত করা হয়, আইসিইউতে চিকিৎসাধীন) ও মোহাম্মদ রাহাত (১৭) (পেটে ছুরিকাঘাত করা হয়)। অন্যদিকে হামলায় আহত সিটি কলেজের শিক্ষার্থী মো. ফয়সাল হোসেন (২০) ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ঠিক কী কারণে এ দুটি ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা হচ্ছে। আমরা তাদেরকে বিষয়টি অবহিত করেছি।’

আহত শিক্ষার্থী সাফিয়ানের বাবা মো. আব্দুল মতিন মল্লিক তার ছেলের বরাত দিয়ে বলেন, ‌‘ওরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। কলেজ শেষে বাস পাচ্ছিল না। হেঁটে হেঁটে কয়েকজন বন্ধু মিলে যাচ্ছিল। সিটি কলেজের পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পেছন থেকে সাত-আট জন ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আমার ছেলেসহ পাঁচ জন আহত হয়।’

কী কারণে তাদের উপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি সাফিয়ানের বাবা।

তিনি বলেন, ‘আমার ছেলে যেটা বলল, তা হলো- বেশ কয়েকবছর ধরেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে, সে কারণে হামলা হতে পারে।’

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতের কয়েক ঘণ্টার ব্যবধানে চানখারপুলে সিটি কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ হামলা চালায়। আহত শিক্ষার্থী ফয়সালের বাসা যাত্রাবাড়িতে। কলেজ ছুটি শেষে নীলাচল পরিবহনের একটি বাসে তিনি বাসায় ফিরছিলেন। এসময় বাস থেকে নামিয়ে তাকে মারধর করা হয়। মাথায় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়, ডান হাতে আঘাত লাগে। ফয়সাল ঢামেকের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হামলা ও পাল্টা হামলার প্রকৃত কারণ জানতে স্পটগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, ‘আহতদের চিকিৎসা চলছে। স্পটগুলোর ফুটেজ সংগ্রহ ও অন্যান্য শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলা-পাল্টা হামলার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।’

/এআইবি/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!