X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনার ছুটিতে ন্যাশনাল আইডিয়ালের ৬০০ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২০:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:০৫

করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রবিবার (৫ এপ্রিল) রাজধানীর বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রায় ৬শ’ শিক্ষক ও কো-অর্ডিনেটরদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ নোটিশের মাধ্যমে এই নির্দেশনা দেন। ছুটির মধ্যেও সব শিক্ষককে স্কুলে উপস্থিত থাকার নির্দেশনার বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদ। করোনা ঝুঁকির মধ্যে কেন তাদের উপস্থিত হতে বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন, ‘ব্যাংক একাউন্ট করার জন্য ডাকা হয়েছে।’   তবে অন্য কোনও তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি।

করোনার ছুটিতে ন্যাশনাল আইডিয়ালের ৬০০ শিক্ষককে উপস্থিত হওয়ার নির্দেশ

প্রধান শিক্ষক শেখ ফরিদ আহম্মদের সই করা গত ১ এপ্রিলের নোটিশে বলা হয়েছে, বেতন বিল প্রস্তুতের জন্য ব্যাংক হিসাব সংক্রান্ত কাজ, মার্চ মাসের বেতন বিল প্রস্তুত, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন, অর্ধবার্ষিক পরীক্ষার প্যাটার্ন নোটশিটের খসড়া প্রস্তুত করা এবং অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের জন্য শিক্ষক ও কো-অর্ডিনেটরদের উপস্থতি থাকতে বলা হয়।

নোটিশে আরও বলা হয়, স্বল্প সময়ের জন্য মর্নিং শিফটের শিক্ষকদের সকাল ১০টায় এবং ডে শিফটের শিক্ষকদের দুপুর ১২টায় ৩ নম্বর ভবনে উপস্থতি হওয়ার জন্য অনুরোধ করা হলো। নোটিশে ৬ দফা কাজের উল্লেখ থাকলেও সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিতি থাকার কথা উল্লেখ করা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, ছুটির মধ্যে করোনার ঝুঁকি  নিয়ে প্রায় ৬শ’ শিক্ষক বিদ্যালয়ে যাবেন। এটি পরে করলে কোনও ক্ষতি হতো কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, ‘কাজগুলো জরুরি হলেও পরে করা যাবে।  জীবনের চেয়ে এই কাজ তো বড় হতে পারে না।’

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ