X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শতভাগ ঈদ বোনাস দাবি বেসরকারি শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ২০:০২আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২০:২৪

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন (ফাইল ছবি) ঈদের আগেই বৈষম্য দূর করে শতভাগ ঈদ বোনাস দাবি করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। শনিবার (২৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বেতন বৈষম্য দূর করে শতভাগ বোনাসের দাবি জানান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র  নজরুল ইসলাম রনিও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ঈদ বোনাসের সঙ্গে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও সরকারি স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাস বৈষম্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ ১৬ বছর ধরে বেতনের ২৫ শতাংশ ঈদ বোনাস পেয়ে আসছেন। অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের দেওয়া হয় ৫০ শতাংশ বোনাস। আর সরকারি শিক্ষক-কর্মচারীরা শতভাগ বোনাস পেয়ে আসছেন। এই বৈষম্য বিগত ১৬ বছরেও দূর করা হয়নি। তাই আসন্ন ঈদুল ফিতরের আগে ২৫ শতাংশের পরিবর্তে সরকারী নিয়মে ঈদ বোনাস দিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ২২ জানুয়ারির এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা পান ৫০ শতাংশ ঈদ বোনাস। দীর্ঘ ১৬ বছরে এর কোনও পরিবর্তন নেই। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা একই সিলেবাস এবং একই কারিকুলামে পাঠদান করলেও বোনাসের বেলায় বৈষম্য চলছে বছরের পর বছর। এমনকি এমপিওভুক্ত শিক্ষকরা টাকা বাড়ি ভাড়া পান এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা। আর পুরো জীবনে জীবনের একটিমাত্র টাইম স্কেল তাও বন্ধ।
বর্তমানে করোনার প্রভাবে এমপিওভুক্ত শিক্ষকরা গৃহবন্দী এবং তারা অর্থসংকটে আছেন। তাই আসন্ন ঈদুল ফিতরের আগেই বৈষম্য দূর করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ ঈদ বোনাস দিতে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষক নেতারা।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ