X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে ১৬৭টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২৩:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২৩:৩৫

 

ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা, মূল্য তালিকা না টানানোসহ অন্যান্য অপরাধে সারাদেশের ১৬৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা ও আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সারাদেশে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে দেশে ১০৬টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করা হয়। 

প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রোজিনা সুলতানা, মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও মাহমুদা আক্তার।

ঢাকা মহানগরীতে অধিদফতরের আট জন কর্মকর্তার নেতৃত্বে ২৩টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপপরিচালক ও জেলা সহকারী পরিচালকদের নেতৃত্বে ৮৩টি বাজারে অভিযান পরিচালিত হয়।

পাশাপাশি ঢাকা মহানগরীর ১৬টি স্থানে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। অভিযান প্রসঙ্গে বাবলু কুমার সাহা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যমন্ত্রীর সার্বিক সহযোগিতায় ও নির্দেশনায় প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হচ্ছে। সরবরাহের যেকোনও পর্যায়ে কোনও অসাধু ব্যক্তি নিত্যপণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!