X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শিল্পীর আঁকা স্কেচ দেখে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৭:৩৬আপডেট : ০২ মে ২০২০, ১৯:০৬

অভিযুক্ত টুটুল রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিল্পীর আঁকা স্কেচ দেখে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২ মে)  দুপুরে ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি কদমতলীর মুরাদনগর এলাকার এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা এক যুবকের ছবি সংগ্রহ করা হয়। সেই ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচের ছবি প্রচার করে ধর্ষকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার নাম টুটুল (২০)। মুগদায় বাবার সঙ্গে থাকে সে। কদমতলীতে খালার বাসা থাকায় প্রায়ই সে এই এলাকায় আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিল্পীর আঁকা টুটুলের স্কেচ পুলিশ জানিয়েছে, এর আগে ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশেপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক শিশুটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের একশ’ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টাঙানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, টুটুলকে রবিবার (৩ মে) সকালে আদালতে পাঠানো হবে। সে প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
আরসার বিরুদ্ধে অভিযান নিয়ে যা বললো র‌্যাব
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
‘মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না’
বাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
খুলনা অঞ্চলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাববাড়ছে তাপমাত্রা, কমছে কৃষি উৎপাদন
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প