X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২৩:৪৭আপডেট : ১৪ মে ২০২০, ০১:০৫

হত্যা রাজধানীর খিলগাঁওয়ের মাদানী ঝিলপাড় এলাকায় এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আবুল বাশার তালুকদার (৩২)। বুধবার (১৩ মে) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

কোপানোর পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে আবুল বাশারকে স্থানীয় যুবলীগ নেতা ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে।

নিহতের ভাই উজ্জল তালুকদার বলেন, ‘আমার ভাই ঠিকাদারির কাজ করতো। এই এলাকার বেশিরভাগ কাজ করে খিলগাঁও থানা যুবলীগের নেতা সাইফুল। কিছু কাজ পাওয়া নিয়ে কয়েকদিন আগে সাইফুলের সঙ্গে আবুল বাশারের হাতাহাতি হয়। যে জায়গায় হাতাহাতি হয়েছিল, এর ১০ গজ দূরে আজকে আমার ভাইকে মেরে ফেলেছে।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হত্যার কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না। এখনও কোনও মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য বাশারের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহতের বড় ভাই উজ্জল তালুকদার জানান, আবুল বাশারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর জখম রয়েছে।

আবুল বাশার মাদারীপুর জেলার সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। তিনি ঢাকার খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় থাকতেন।

/এআইবি/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ