X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২০, ২২:০০আপডেট : ১৪ জুন ২০২০, ২২:০৩

অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্বিক উন্নয়নে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১৪ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে বার্ষিক অধিবেশনে এসব সিদ্ধান্ত নিয়েছে সিনেট। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাঁচ বছর মেয়াদি পরিকল্পনাগুলো তুলে ধরেন ঢাবি উপাচার্য। এর মধ্যে রয়েছে:
* গবেষণা, শিক্ষার পরিবেশ ও আধুনিকায়ন
* প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়
* শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ
* বিশ্ববিদ্যালয় কমিউনিটির উন্নয়ন (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের)
* বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক নান্দনিক পরিবেশ
* প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কাজে অংশ নিতে উৎসাহ প্রদান
* নেতৃত্বের উন্নয়ন
* স্বেচ্ছাসেবী কার্যক্রমকে ত্বরান্বিত ও উৎসাহিত করতে ‘অ্যাক্টিভ সিটিজেনশিপ’ উদ্যোগ চালু
* বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং
* বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলিকে এসডিসি-৪-এ রূপায়ণ ও ভিশন-২০৪১-এর সঙ্গে সমন্বয় সাধন।

অধিবেশনে উপাচার্য় বলেন, ‘বাংলাদেশের সব দুর্যোগ ও সংকট মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে অনির্ধারিত ছুটিতে অনলাইনসহ বিভিন্ন সম্ভাব্য উপায়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ও সক্রিয় রাখার ব্যাপারে সব বিভাগ ও ইনস্টিটিউটের সহকর্মীদের বিশেষ অনুরোধ করা হয়েছে; যাতে বিশ্ববিদ্যালয় খোলার পর কমসংখ্যক ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া যায়।’


উপাচার্য উল্লেখ করেন, ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল গঠনের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে তার উপস্থিতিতে এই তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্তক্রমে আপাতত সান্ধ্যকালীন তথা অনিয়মিত একাডেমিক কর্মসূচিতে সব ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সম্প্রতি ডিনস্ কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্বাস্থ্যবিমার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ক ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের জন্য গঠন হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা বিবেচনায় নিয়ে এই কমিটি নীতিমালা প্রণয়ন করবে।

অধিবেশনে নিবন্ধিত স্নাতক বিভাগে এস. এম. বাহালুল মজনুন, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়া ফাইন্যান্স কমিটিতে সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে মনোনয়ন দেওয়া হয়।
বার্ষিক অধিবেশনে সংসদ সদস্য, ডাকসু’র প্রতিনিধিসহ সব বিভাগ থেকে ৬৩ জন সিনেট সদস্য অংশ নেন। এতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র প্রস্তাবিত বিধান অনুসমর্থিত হয়।

জানা গেছে, সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা যায়নি। তাই এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!