X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পু‌লিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল সা‌র্ভিস গঠন করা হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৯:৫২আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:১০

পু‌লিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল সা‌র্ভিস গঠন করা হবে: আইজিপি পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ মেডিক্যাল সার্ভিস গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশে মেডিক্যাল সার্ভিসেস গঠন করতে চান। তার নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করবো। মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশ সদর দফতরে দুই দিনের এক কর্মশালায় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জননিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলা রক্ষাসহ দেশের যেকোনও প্রয়োজন ও সংকটে অহর্নিশ দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। পেশাগত ঝুঁকি নি‌য়ে এবং মানসিক চাপের মধ্যে নিয়মিত দীর্ঘদিন দায়িত্ব পালন করার ফলে পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা ধরনের অসুস্থতায় ভো‌গেন। এতে এক‌দি‌কে অসুস্থ সদস্য‌দের ক‌ষ্টের প‌রিমাণ যেমন বে‌ড়ে যায়, অপর‌দি‌কে তাদের পক্ষে জনগণ‌কে মানসম্মত সেবা প্রদান ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে। তাই পু‌লিশ সদস্য‌দের শারীরিক ও মানসিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত ক‌রে জনগণ‌কে মানসম্মত পু‌লি‌শি সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখ‌তে পু‌লিশ সদস্য‌দের জন্য মানসম্মত এক‌টি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. বেনজীর আহমেদ বলেন, আমরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। যাতে পুলিশ সদস্যরা এখান থেকে সব ধরনের রোগের উন্নতমানের চিকিৎসা সেবা পেতে পারেন। দেশের সব বিভাগ ও জেলার পুলিশ হাসপাতালও আধুনিকায়ন করা হবে। অন্যান্য বিভাগের মতো ঢাকায় একটি বিভাগীয় পুলিশ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন, শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার লক্ষ্যে পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিক্যাল অ্যাটেনডেন্ট, সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে পুলিশ সদর দফতরে সোমবার ও মঙ্গলবার দুই দিনের কর্মশালার আয়োজন করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা। কর্মশালায় অতিরিক্ত আইজিপি এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!