X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা কারখানাগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নই থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ২৩:০০আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৩:২২

বুড়িগঙ্গা (প্রতীকী ছবি) শিল্প-কারখানার বর্জ্যের দ্বারা বুড়িগঙ্গার পানি দূষণের ঘটনায় বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে সীবা টেক্সটাইলসহ ১১ জনের করা আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে সীবা টেক্সটাইলসহ অন্য ১১ জন আপিলকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং এএম আমিনউদ্দিন। পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে বুড়িগঙ্গা নদীর পানি দূষন ও পরিবেশের ধ্বংস প্রতিরোধে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। পরে ২০১৪ সালে হাইকোর্ট রুল জারির পাশাপাশি এক আদেশে শিল্প কারখানা কর্তৃক বর্জ্য নিঃসরণের মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।

পরবর্তীতে পরিবেশ অধিদফতর মোবাইল কোর্ট পরিচালনা করে অনেকগুলো শিল্প কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে। পরে আরেকটি আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগের জন্য আদালত পুনরায় আদেশ দিলে রিটকারী পক্ষ সে আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে হইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির জন্য নির্দেশ দেন আপিল বিভাগ।

পরে উক্ত বিদ্যুৎসংযোগ ফিরে পেতে সীবা টেক্সটাইলসহ ১১ জন ২০১৮ সালে পৃথক একটি রিট পিটিশন দায়ের করলে হাইকোর্টের একটি বেঞ্চ বিদ্যুৎসংযোগ ফিরিয়ে দিতে আদেশ দেন। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশের বিষয়ে অবহিত করে রিট পিটিশনটি শুনানির জন্য আবেদন জানালে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহম্মদ উল্লাহের আদালতে শুনানি হয় এবং শুনানি শেষে ২০১৯ সালেল ১০ ডিসেম্বর রুল খারিজ করে আদেশ দেওয়া হয়। পরে উক্ত আদেশের বিরুদ্ধে সীবা টেক্সটাইলসহ ১১ জন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী