X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সহিংসতার শিকার রোহিঙ্গা নারী-শিশুদের জন্য হটলাইন চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৬:৫৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:৫৫

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিচারে অভিগম্যতা বৃদ্ধির জন্য বিশেষ করে সহিংসতার শিকার নারী ও শিশুকে অনলাইনে আইনি সহায়তা প্রদানের জন্য সরকারি আইনগত সহায়তা ও হটলাইন চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ২৫ আগস্ট মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে প্রবেশের তিন বছর পূর্ণ হলো। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় ৮ লাখ ৫৫ হাজার নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। তাদের জন্ম, মৃত্যু, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধন জরুরি হলেও বর্তমানে এসব নাগরিক সুবিধা অত্যন্ত সীমিত। ফলে রোহিঙ্গা শিবিরগুলোতে পারিবারিক বিরোধ ও সহিংসতার মাত্রা বেড়েই চলেছে এবং যার শিকার হচ্ছেন নারী ও শিশু। তাছাড়া করোনাভাইরাস সংক্রমণের সময়ে পারিবারিক বিরোধ ও সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমসহ অন্যান্য সূত্রে জানা গেছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবির এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সক্রিয় করার মাধ্যমে আইনি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-সহ বিভিন্ন সংগঠন ও প্ল্যাটফর্ম থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে। ইতোমধ্যেই সরকার রোহিঙ্গা শিবির এলাকায় ইন্টারনেট সেবা চালু করবেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেজন্য আমরা সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এতে আরও বলা হয়, ব্লাস্ট রোহিঙ্গা শিবির এলাকায় অনলাইনে সরকারি আইনগত সহায়তা সেবার পরিধি বিস্তৃত করে নির্যাতনের শিকার নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করাসহ বিশেষ হটলাইন চালু করার দাবি জানাচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী যেন আইনের আশ্রয় লাভ করতে পারে এবং তারা যেন বিচারে অভিগম্যতা নিশ্চিত করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!