X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তাজরিন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

তাজরিন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি

আশুলিয়ায় তাজরিন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থানের তৃতীয় দিন চলছে। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তারা এই কর্মসূচি পালন শুরু করেন। এতে ভুক্তভোগী শ্রমিকদের বেশ কয়েকটি পরিবার অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিক হালিমা খাতুন বলেন, ‘অগ্নিকাণ্ডে আহত হওয়ার পর বড় অপারেশনের ফলে এখন আর সেভাবে কোনও কাজ করতে পারি না। আমাদের সমস্যার কথা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিক সংগঠন ও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি। কিন্তু কোনও ফল পাইনি। শুনেছিলাম কিছু সাহায্য এসেছিল, সেগুলোও নেতারা লুটপাট করেছে। এখন আমরা কোনও কাজ করতে পারি না। নিজের বাচ্চা শিশুর খাবার যোগাড় করতেও মাঝে মাঝে হিমশিম খেতে হয়।’

আরেক শ্রমিক আনিস আহমেদ বলেন, ‘সেসময় চিকিৎসার পর আমাদের পুনর্বাসনের কথা বলা হলেও এখনও তা হয়নি। কোম্পানির বিভিন্ন বায়ারও সেসময় আমাদের সাহায্যের কথা বলেছিলেন। কিন্তু আমরা সেটিও পাইনি। সব মিলিয়ে আমরা এখন দুর্বিসহ জীবনযাপন করছি।’

আহত শ্রমিক নাছিমা আক্তার বলেন, ‘আমাদের এখন বাড়িঘর নেই, বলা যায় পুরো ভূমিহীন। মেরুদণ্ডের সমস্যার কারণে অন্য কোথাও কাজও করতে পারি না। আগে বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতাম, এখন সেটিও বন্ধ। করোনার এই সময়ে আমাদের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।’

কর্মসূচিতে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনও পরিবেশ নেই। অনেক পরিবারের অন্যকোনও উপার্জক্ষম ব্যক্তি নেই। অগ্নিকাণ্ডের পর থেকে অসুস্থতায় অন্য কোনও কাজও করা সম্ভব হয় না। তাই, অতি দ্রুত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সু-চিকিৎসার দাবি জানান তারা।

 

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা