X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে ক্ষতিপূরণ কমলো পা হারানো রাসেলের

বাহাউদ্দিন ইমরান
০১ অক্টোবর ২০২০, ১৫:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:৪২

গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকার (ফাইল ছবি)

গ্রিনলাইন পরিবহনের আঘাতে পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া তাকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, জানতে চেয়েও রুল জারি করেছিলেন আদালত। কিন্তু মামলাটির চূড়ান্ত শুনানি শেষে ক্ষতিপূরণ কমিয়ে রাসেলকে ২০ লাখ টাকা দেওয়ার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ রায় দেওয়া হয়। 

ক্ষতিপূরণ কমিয়ে আনার পেছনের কারণগুলো বাংলা ট্রিবিউনের কাছে তুলে ধরেছেন রাসেলের আইনজীবীরা। আইনজীবী জহির উদ্দিন লিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবহন কর্তৃপক্ষ মামলার শুনানিকালে করোনা পরিস্থিতি বিবেচনায় নিতে আদালতের কাছে আরজি জানিয়েছিল। তারা আদালতকে বলেছিল, করোনার কারণে পরিবহন পরিচালনা বন্ধ ছিল। তাই ব্যবসায়িকভাবে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেও দ্বিধায় পড়তে হয়েছে। তাই ক্ষতিপূরণ কমাতে তারা জোর আরজি জানিয়েছিল।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এর আগে আদালত রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেটি ছিল অন্তর্বর্তীকালীন আদেশ। পাশাপাশি তাকে ক্ষতিপূরণ দিতে রুলও জারি করেছিলেন আদালত।’

রাসেলের আরেক আইনজীবী খন্দকার শামসুল হক রেজা জানান, মামলা চলমান থাকা অবস্থায় পরিবহন কর্তৃপক্ষ রাসেলকে ১০ লাখ টাকা দিয়েছে। পাশাপাশি তার কৃত্রিম পা সংযোজনসহ তিন লাখ ৪২ হাজার টাকার চিকিৎসা বাবদ খরচ করেছে। তাই আদালত সবদিক বিবেচনা করেন এবং করোনা পরিস্থিতিতে ব্যবসার ক্ষতির বিষয়টি আমলে নেন। এ কারণেই হাইকোর্ট তার রায়ে আগামী তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করতে পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

আইনজীবী জহির উদ্দিন লিমন বলেন, ‘রাসেলের বর্তমান যে বয়স এবং সে যে বয়স পর্যন্ত চাকরি করতো ততদিনের হিসাবে তার আয় প্রতি মাসে ১৫ হাজার টাকা বিবেচনা করা হয়েছে। সে বিবেচনায় তাকে ইতোমধ্যে দেওয়া নগদ ১০ লাখ এবং চিকিৎসা বাবদ তিন লাখ ৪২ হাজার টাকার পাশাপাশি আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উভয়পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বলা যেতে পারে, অনেকটা আপসের ভিত্তিতে এই রায় হয়েছে। এই রায়ের বিরুদ্ধে কোনও পক্ষই আপিল করবে না।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক রাসেলের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় তার বাসা।

এ ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গ্রিনলাইন কর্তৃপক্ষ নগদ পাঁচ লাখ টাকা এবং রাসেলের কৃত্রিম পা সংযোজন করে দেয়।

আরও পড়ুন: গ্রিনলাইনের আঘাতে পা হারানো রাসেলকে ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

/বিআই/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী