X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২০:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:৫১

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ

ফেনীতে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী লংমার্চে পুলিশ পাহারায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় ১০ জন সামাজিক ও সাংস্কৃতিককর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। বর্বরোচিত হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায় তারা। এছাড়া এই হামলার প্রতিবাদে কয়েকটি বাম সংগঠন আলাদা করে বিবৃতি দিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে রাজনীতিবিদ কমরেড মোসলেহ উদ্দিন বলেন, ‘লংমার্চে পুলিশ পাহারায় ছাত্রলীগের হামলা কী অর্থ বহন করে? সকল অন্যায়, জুলুম বন্ধ হোক। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। পাশাপাশি হামলার ইন্ধনদাতা সংসদ সদস্য নিজাম হাজারিরও শাস্তির দাবি জানাই।’

সমাবেশে উদীচী নেতা সঙ্গিতা ইমাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অন্যদিকে যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এদের লাগাম টানুন, ধর্ষকের এদেশে ঠাঁই হবে না। দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে, রাজপথে থাকবো, আগামীতেও প্রতিরোধ হবে।’

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ-এর নেতা হাসিব মোহাম্মদ বলেন, ‘পুলিশ পাহারায় কীভাবে বর্বরোচিত হামলা হয়। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অনতিবিলম্বে অপসারণ চাই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কমরেড মোশরেফা মিশু, কমরেড আব্দুস সাত্তার, মানষ নন্দী, হামিদুল হক, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিবসহ অনেকে।

ফেনীতে লংমার্চে হামলার বিচার দাবি ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক প্রতিবাদে সমাবেশ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, গণতান্ত্রিক বাম জোট।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকালে গণমাধ্যমে বিবৃতি দেয় বাসদ-এর পক্ষে দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাসদ (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।

 

/এসআইআর/এইচএন/এনএস/এমএমজে/
সম্পর্কিত
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!