X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১০ মাসে ২১৯ বিচারবহির্ভূত হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৯:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২০:৫১

আইন ও সালিশ কেন্দ্র (আসক) দেশে গত ১০ মাসে  ২১৯ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আসক আয়োজিত সমসাময়িক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল সভায় উপস্থাপন করা প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এ তথ্য তুলে ধরা হয়। এছাড়া, কারা হেফাজতে মৃত্যু, সাংবাদিক নির্যাতন ও হয়রানি, মত প্রকাশের স্বাধীনতা, নারীর প্রতি সহিংসতা, শিশু নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন বিষয়ের সংখ্যাগত চিত্র সভায় তুলে ধরা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের সহকারী সমন্বয়ক তামান্না হক রীতি স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি  থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৯টি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও তথাকথিত ক্রসফায়ারে ২১৯ জন মারা গেছেন। কারা হেফাজতে অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা গেছেন ৬৩ জন। এরমধ্যে কয়েদি ২৬ জন এবং হাজতি ৩৭ জন।

একই সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২১৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি ও হত্যার শিকার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ সময়কালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে ৯৭টি। এসব মামলায় ১৯০ জনকে আসামি করা হয়েছে।

বিগত ১০ মাসে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৩০৭ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫ জনকে। এসব কারণে আত্মহত্যা করেছেন ১৩ জন নারী। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৪৭৫ জন নারী। এরমধ্যে হত্যার শিকার হয়েছেন ৩১৩ জন নারী। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৮০ জন নারী। এ সময়ে এক হাজার ৩৯৮টি শিশু শারীরিক নির্যাতনসহ নানা সহিংসতার শিকার হয়েছে। ৪৭৪টি শিশুকে হত্যা করা হয়েছে। এক হাজার ৩৯৮টি শিশুর মধ্যে ৮২৪টি শিশুকে ধর্ষণ ও ২৫টি ছেলে শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বলাৎকার করা হয়েছে।

গত ১০ মাসে বাংলাদেশ ও ভারত সীমান্তে নিহত হয়েছে ৪১ জন। এরমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৩৫ জন ও শারীরিক নির্যাতনে ৬ জন নিহত হয়েছেন। একইভাবে আহত হয়েছেন ২২ জন। অপহরণের শিকার হয়েছেন আরও ২০ জন।

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!