X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ‘বিতর্কিত সান্ধ্যকোর্সে’ গোপনে ভর্তি পরীক্ষা!

ঢাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ০০:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:৫১

ভর্তি পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিতর্কিত সান্ধ্যকোর্সে’ শিক্ষার্থী ভর্তি স্থগিতের সিদ্ধান্ত  থাকলেও করোনা পরিস্থিতির মধ্যেই গোপনে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ৷ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১-১২টার মধ্যে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অনুষদটি৷ তবে, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুই অবগত নন উপাচার্য এবং দুই উপ-উপাচার্য৷ বিধি বহির্ভূতভাবেই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে মন্তব্য প্রশাসনের শীর্ষ ওই ব্যক্তিদের কারও কারও৷

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সান্ধ্যকোর্সের ব্যাপক সমালোচনা করেছিলেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সান্ধ্যকোর্সের বিষয়ে কঠোর হয়। পরে বিষয়টি নিয়ে শুরু হয় বিশ্লেষণ ও বিতর্ক। এরপরই কয়েকটি বিশ্ববিদ্যালয় সান্ধ্যকোর্স বন্ধের কথা জানিয়েছিলেন। এরপর সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাষ্ট্রপতির বক্তব্যকে সমর্থন দেন। তিনি সান্ধ্যকোর্সের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসিকে কঠোর হতে বলেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় মার্চ থেকেই সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে৷ এখন করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হচ্ছে৷ এরই মধ্যেই স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করেই ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ৷

ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ব্যবসা শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড.  মোহাম্মাদ আব্দুল মঈনকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালের অ্যাকাডেমিক যেকোনও বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়৷ অ্যাকাডেমিক কাউন্সিলের মতামত ছাডা়ই সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে৷ যা সম্পূর্ণ বিধিবহির্ভূত৷ করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রম চলমান থাকলেও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে৷ সান্ধ্যকোর্সের পরীক্ষার বিষয়ে আমি অবগত নয়৷ মাননীয় উপাচার্যই ভালো বলতে পারবেন।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কাছে জানতে চাইলে তিনিও পরীক্ষা নেওয়ার বিষয়ে অবগত নন বলে জানান৷ পরীক্ষা নেওয়াকে তিনিও সমর্থন করেননি৷

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সান্ধ্যকোর্সে ভর্তি পরীক্ষার বিষয়ে আমি জানি না৷ তবে সাংবাদিকরা জানিয়েছে৷ এরপর ডিনকে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানাতে বলেছি৷ তিনি জানালে পরবর্তী মন্তব্য করতে পারবো।’

 

/এসআইআর/এফএএন/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া