X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৪৭

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা! রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে লাগা আগুনের সূত্রপাত সম্পর্কে কোনও ধারণা নেই সংশ্লিষ্ট কারোরই। এ আগুনে ৫৫টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, মধ্যরাতে বস্তিতে আগুন লাগা আর সব দোকান পুড়ে যাওয়ার মধ্যে একটা রহস্য রয়েছে। তারা বলছেন, শুধু বস্তির এই দোকানগুলো পুড়েই ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, মিরপুরের কালশী বস্তির আগুনে ৪৩টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আর আগুনের সূত্রপাত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে এ বিষয়ে কোনও কিছুই ধারণা করা যাচ্ছে না।

বস্তিতে নিত্যপণ্যের দোকানদার আলতাফ মাহমুদ বলেন, করোনাকালে আমার ব্যবসা ভালো যায়নি। গত এক মাস ধরে একটু ভালো চলছিল। নতুন করে আবার কিছু পণ্য উঠিয়েছি দোকানে। সেটাও প্রায় ২ লাখ টাকার হবে। গতকাল রাতের একঘণ্টার আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর পুঁজি বলতে কিছু নাই। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কোনোভাবেই বুঝলাম না এত রাতে কীভাবে আগুন লাগলো, নাকি কেউ লাগালো।

পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল দোকানের মালিক শামসুর রহমান বলেন, আমার দোকানে ৩/৪ লাখ টাকার মালামাল ছিল। একঘণ্টা আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে। এখানে মোট ১২টি দোকান পুড়েছে। ব্যবসায়ীরা হিসাব করে দেখেছে। আমাদের শুধু দোকানগুলোতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুনের সূত্রপাত কী তারা এখনও ফায়ার সার্ভিস থেকে জানতে পারেননি। তারা নিজেরাও ধারণা করতে পারছেন না কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাদের দাবি, এর পেছনে অন্য কোনও হাত থাকতে পারে।

অন্যদিকে এই ১২টি দোকান ছাড়াও আগুনে ৫৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনও হতাহতের সংখ্যা না থাকলেও এই ক্ষত সেরে ওঠে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই বস্তির মানুষের অনেক কষ্ট হবে বলে মনে করেন ঘর হারানো মশিউর।

শেরপুর থেকে এসে একযুগের বেশি সময় ধরে বস্তিতে বসবাস করা ফাতেমা বলেন, মাঝরাতে সবার চিৎকারে ঘর ছেড়ে বের হই। ধোঁয়াতে কিছু চোখে পড়েনি। তারপর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কিছু সময় পর ফায়ার সার্ভিস আসে। তারা পানি ছিটিয়ে আগুন নিভিয়েছে। কিন্তু কোথায় থেকে কী হয়ে গেলো সেটা আমরা বুঝতে পারলাম না। সকাল থেকে বস্তিতে আলোচনা হচ্ছে। এই আগুন ধরেনি। কেউ ধরিয়ে দিতে পারে।

মধ্যরাতে কালশী বস্তিতে আগুনের সূত্রপাত সবার অজানা!

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে কালশী এলাকার বাউনিয়াবাদের সি-ব্লকের একটি বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

/এসএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ