X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে স্থায়ী গ্যালারির উদ্বোধন

অহিদুল ইসলাম, সৌদি আরব
২১ মে ২০১৭, ২০:০০আপডেট : ২১ মে ২০১৭, ২০:২৬

‘ছবি কথা বলে’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের ১০ আরব দেশে বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস নিয়ে স্থায়ী আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করবে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে ‘ছবি কথা বলে’ শীর্ষক স্থায়ী আলোকচিত্র প্রদর্শনী-গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ্। রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দূতাবাসের মূল ভবনে তৈরি এই স্থায়ী প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে শনিবার (২০ মে)।
গ্যালারি উদ্বোধনের সময় রাষ্ট্রদূত গোলাম মসিহ্ বলেন, ‘রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে অন্তত ১০টি বাংলাদেশি দূতাবাসে বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস নিয়ে এ ধরনের স্থায়ী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করার জন্য রাজি হয়েছে। এ ধরনের আয়োজনকে আমরা স্বাগত জানাই।’
গোলাম মসিহ্ আরও বলেন, ‘এই দুর্লভ ছবিগুলো বর্তমান ও ভবিষৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মময় জীবনের সত্যনিষ্ঠ প্রমাণ হিসেবে ‘ছবি কথা বলে’ গ্যালারিতে প্রদর্শিত আলোকচিত্রগুলো আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গবেষণায় আরও বেশি তথ্যের সন্নিবেশ ঘটাবে।’
এসময় প্রদর্শনীর উদ্যোক্তা রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক বলেন, ‘এ ধরনের আয়োজন দেশের বাইরে বাংলাদেশের মিশনগুলোতে স্থায়ীভাবে থাকা দরকার। এর ফলে প্রবাসে জন্ম নেওয়া বাংলাদেশিরাও দেশের স্বাধীনতা ও জাতির জনকের জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। তাদের শিক্ষা ও গবেষণাতেও কাজে লাগবে এটা।’ সৌদি আরবের বাংলাদেশি স্কুলগুলোতে বঙ্গবন্ধুর জীবনের ওপর ‘ছবি কথা বলে’র স্থায়ী প্রদর্শনী নির্মাণের জন্যও কাজ করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম এ ধরনের উদ্যোগকে প্রবাসীদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন।
এদিকে দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, পৃথিবীর কয়েকটি দেশের মিশনে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকলেও তা খুব বড় আকারে নেই। সৌদি আরবেই প্রথম এ ধরনের আলোকচিত্র স্থায়ীভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান ড. মো. নজরুল ইসলাম, ডিফেন্স অ্যাটাশে শাহআলম চৌধূরী, কার্যালয় প্রধান মো. মনিরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তারা এবং প্রদর্শনীর উদ্যোক্তা রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক, সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ, লিটু মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি দূতাবাসের অনুমোদনক্রমে একটি অস্থায়ী গ্যালারি নির্মাণ করে বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী শুরু করে রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার এই গ্যালারিটিই স্থায়ী রূপ ধারণ করলো।
/টিআর/

সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা