X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোজাদারকে খাওয়ানোর সওয়াব অফুরন্ত

মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী
২০ মার্চ ২০২৪, ১১:৪৮আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:১৪

ইসলামে দান করতে উদ্বুদ্ধ করা হয়েছে। কোরআন ও হাদিসে এ সম্পর্কিত বহু নির্দেশনা বর্ণিত হয়েছে। এক আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, তাদের উপমা এমন একটি শস্যবীজের মতো, যা থেকে উৎপন্ন হলো সাতটি শিষ, প্রত্যেক শিষে (উৎপন্ন হলো) এক শত শস্য। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা, আয়াত : ২৬১)

পবিত্র রমজান মাসে দান-সদকা করা সাধারণ সময়ের চেয়ে আরও বেশি ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে হজরত আনাসের (রা.) একটি হাদিস। তিনি বলেন, রাসুলকে (সা.) জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম সদকাহ কী? তিনি বললেন, ‘রমজান মাসের সদকা’। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন। (সুনানে তিরমিজি, হাদিস : ২৩৫১)

আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে— মহানবী (সা.) মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। রমজানে হজরত জিবরাইলের (আ.) সঙ্গে সাক্ষাৎ হলে মহানবী (সা.) মুক্ত বাতাসের চেয়েও বেশি কল্যাণময় দানশীল হতেন। (বুখারি শরিফ, হাদিস : ৩২২০)

রমজানে দানশীলতার গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র রোজাদারকে খাওয়ানো। কারণ রোজাদার সারা দিন রোজা রাখার পর যখন তিনি ইফতারি সামনে নিয়ে বসেন, তখন তার দোয়া কবুল হয়। কোনও অসহায় রোজাদার ব্যক্তি ইফতারের সময় যদি আপনার দেওয়া খাবার সামনে নিয়ে দোয়া করে, তাহলে সে অবশ্যই দোয়ায় আপনাকে স্মরণ রাখবে। রোজাদারের দোয়া কবুলের ব্যাপারে রাসুল (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না- ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)

রোজাদারকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনও রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কমানো হবে না।’ (তিরমিজি শরিফ, হাদিস : ৮০৭) শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘রোজাদারকে ইফতার করানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে— তাকে পেট ভরে তৃপ্ত করানো।’ (আল ইখতিয়ারাত, পৃষ্ঠা: ১৯)

রোজাদারকে ইফতার করানো আল্লাহর রাস্তায় খরচের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এতে মানুষকে খাবার খাওয়ানো এবং পিপাসার্তকে তৃষ্ণা মেটানোর প্রতিদানও পাওয়া যাবে। তবে ইফতার করানোটা হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানুষকে দেখানোর জন্য নয়। অন্যথায় অনেক টাকা ব্যয় করে ইফতারের আয়োজন করলেও কোনো উপকার বয়ে আনবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদাররা, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দানখয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন-সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)

লেখক : মহাপরিচালক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা

/ইউএস/
সম্পর্কিত
ঈদুল ফিতরে করণীয়
চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
আবেগে নয়, জাকাত আদায় করতে হবে মাসআলা জেনে
সর্বশেষ খবর
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে