X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট আমাকে ঝাঁকুনি দেয়: প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী
২৯ অক্টোবর ২০১৬, ০০:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০১:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) ১৯৭৫ সালের স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আমাকে ঝাঁকুনি দেয়। এরপর আওয়ামী লীগের কর্মীরাই আমাকে শক্তি ও সাহস যুগিয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম রুদ্ধদ্বার সভায় স্মৃতিকাতর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার রাজনৈতিক সহকর্মীদের কাছে এসব স্মৃতিচারণ করেন। রাত সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকের প্রায় দেড় ঘণ্টাই স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তারা বলেন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরাই আমার সব। ১৯৭৫ সালের জুলাই মাসের শেষ সপ্তাহের আমি বিদেশে যায়। তখন পরিবারের সবাইকে দেশে রেখে যায়। ছয় বছর পর যখন দেশে আসি তখন পরিবারের কাউকে পায়নি। তবে লক্ষ-কোটি নেতাকর্মীকে আমি পেয়েছি। তারা আমাকে বরণ করে নেয়।’

সভাপতিমণ্ডলির কয়েকজন সদস্য জানান, ‘বৈঠকে শেখ হাসিনা ১৯৭৫ সালের পর ছয় বছর প্রবাস জীবনের কষ্টের স্মৃতিগুলো তার রাজনৈতিক সহকর্মীদের কাছে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিচারণ করে বলেন, মা আমাকে বলেছিলেন তুই দেশে আয়, তোর সঙ্গে আমার অনেক কথা রয়েছে। দেশে আসতে পারিনি। মায়ের সেইসব কথাও আর শোনা হয়নি।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল ও পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন বলেও জানান বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য।

তারা বলেন, ‘বেঁচে থাকা একমাত্র বোন শেখ রেহানার বিয়েতে উপস্থিত থাকতে না পারার বেদনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অসংখ্য কর্মী-সমার্থকরা আমাকে স্বজন হারানোর ব্যাথা আমাকে ভুলিয়ে দিয়েছে। তারাই আমার প্রাণ।’

বৈঠকে ভারতে থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী কি রকম কষ্ট করেন সেটাও সহকর্মীদের সঙ্গে শেয়ার করেন। এ সময় তিনি ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দলের নেতাকর্মী যারা শক্তি সাহস যুগিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরও স্মরণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর মুখ থেকে দুঃসহ স্মৃতির কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন।

বৈঠকে উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, পিযুজ ভট্টাচার্য, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এবং ওবায়দুল কাদের।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী