X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জামায়াতের জেলা-মহানগর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচিত

সালমান তারেক শাকিল
১৬ নভেম্বর ২০১৬, ২২:৫২আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২৩:৪১

জামায়াতে ইসলামী

কেন্দ্রীয় আমির নির্বাচনের পর এবার জেলা-মহানগর আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরানির্বাচন সম্পন্ন করেছে জামায়াতে ইসলামী। গত ২০ অক্টোবর এই নির্বাচন শুরু হয়ে চলতি মাসের শুরুতে শেষ হয়। গত তিন দিন আগে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলার আমিরের নাম ঘোষণা হলেও অনেক জায়গায় এখনও ফলাফল পৌঁছানো হয়নি। জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিন বছর মেয়াদের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের নির্বাচন করেছেন। কেন্দ্রীয় শুরার একজন সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানতে চাইলে সিলেট জেলা দক্ষিণ শাখার নব-নির্বাচিত আমির মাওলানা হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আল্লাহপাকের রহমতে দায়িত্ব অর্পিত হয়েছে। দোয়া করবেন।’’ উল্লেখ্য, এর আগের মেয়াদেও তিনিই সিলেট জেলা দক্ষিণের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্রমতে, ঢাকা মহানগরকে দু’ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণে আমির নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন। দু’জনেই ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এ নিয়ে বাংলা ট্রিবিউনে উত্তর-দক্ষিণে ভাগ হলো ঢাকা মহানগর জামায়াত শিরোনামে গত ২৭ অক্টোবর প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। 

সিলেট জেলা দক্ষিণে মাওলানা হাবিবুর রহমান ও উত্তরে মাওলানা হাফেজ আনোয়ার হোসেন খান আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। ফেনী জেলার আমির নির্বাচিত হয়েছেন একে এম শামসুদ্দিন। ময়মনসিংহ জেলার আমির হয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন। তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। নোয়াখালী জেলার আমির হয়েছেন আলাউদ্দিন।

মজলিসে শুরার সূত্র জানায়, জেলা ও মহানগর মিলিয়ে সর্বমোট ৮৩টি সাংগঠনিক জেলা রয়েছে জামায়াতের। এরমধ্যে সবগুলো জেলার আমির নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর জেলা ও মহানগরের আঞ্চলিক রুকনদের ভোটে আঞ্চলিক শুরা নির্বাচন করার পর সেক্রেটারি নিয়োগ দেবেন আমিররা। গঠনতন্ত্রের ধারা-৩১ এর ১ উপধারা অনুযায়ী, জেলা/মহানগরী সদস্যদের (রুকনগণের) ভোটে জেলা/মহানগরী আমির দুবছরের জন্য নির্বাচিত হবে।

সূত্রের তথ্য, নতুন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হিসেবে এখনও পর্যন্ত ২০২ জন নির্বাচিত হয়েছেন। ৪২ হাজার রুকনদের মধ্যে ভোটে তারা নির্বাচিত হয়েছেন। এরপর আরও ৩০ থেকে ৩৫ জন আমির নিয়োগ করবেন। জামায়াতের গঠনতন্ত্রের ধারা ১৮ এর ২ উপধারায় বলা আছে, কেন্দ্রীয় মজলিসে শুরার কার্যকাল হবে তিন বছর।

এছাড়া, গঠনতন্ত্রের একইধারার ৪ এর ঙ এ বলা আছে, কেন্দ্রীয় মহিলা মজলিসে শূরার সকল সদস্য কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় মজলিসে শুরার মোট সদস্য তিনশ’র ওপরে যেতে পারে।

কেন্দ্রীয় মজলিসে শুরার নতুন সদস্যদের সঙ্গে পরামর্শ করেই আমিরে জামায়াত মকবুল আহমাদ সেক্রেটারি জেনারেল নিয়োগ করবেন। একইসঙ্গে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন করবেন। গঠনতন্ত্রে ধারা-২৩ এর ক- এর ১ উপধারায় বলা আছে, আমিরে জামায়াতকে সর্বতোভাবে সহযোগিতা করিবার জন্য প্রয়োজনীয় সংখ্যক নায়েবে আমির, একজন সেক্রেটারি জেনারেল, প্রয়োজনীয় সংখ্যক সহকারী সেক্রেটারি জেনারেল, বিভাগীয় সেক্রেটারি ও অন্যান্য সদস্য সমন্বয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হবে।

একই ধারার খ-এর ১ উপধারায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সম্পর্কে বলা হয়েছে, কেন্দ্রীয় মজলিসে শুরা ও কেন্দ্রীয় কর্মপরিষদের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন নিশ্চিত করর জন্য অনধিক একুশ জন সদস্য সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী ও ময়মনসিংহ জেলার দায়িত্বশীলরা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তথ্য স্বীকার করলেও ফলাফল নিয়ে মুখ খোলেননি।

 এসটিএস/এপিএইচ

অারো পড়ুন:  হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!