X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মায়ানমার দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৯:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ সমাবেশ মায়ানমারে  গণহত্যা বন্ধে ১২ ডিসেম্বর ঢাকায় মায়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপরও যদি নির্বিচারে  হত্যা বন্ধ না করা হয়, তাহলে প্রয়োজনে মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে দলটি। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের  প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

মায়ানমারে নির্বিচারে মুসলিম হত্যা,নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার বিকালে   বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি গণমিছিল দৈনিকবাংলা ঘুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে এসে শেষ হয়।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন,‘মায়ানমারে নিয়মিত চলা ধ্বংসযজ্ঞের মধ্যেই রাখাইন রাজ্যে গত বুধবার সেনাবাহিনীর গুলিতে ৩০ জন রোহিঙ্গা মুসলমান নিহত ও বহু লোক আহত হওয়ার নির্মম ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই। মায়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার কোনও কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন,‘মায়ানমার সরকারের পরিচালিত এ হত্যাকাণ্ড গণহত্যার সামিল। মায়ানমার সরকার দুটি হেলিকপ্টার গানশিপ থেকে নিরস্ত্র ও নিরীহ রোহিঙ্গা মুসলমানদের ওপরে গুলি বর্ষণ করে, তাদের নির্বিচারে হত্যা করেছে। গত তিন যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে।

নাসিরনগর প্রসঙ্গে মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘সংখ্যালঘু নিয়ে রাজনৈতিক খেলা চলছে। এ খেলা বন্ধ করতে হবে।’

ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। শরণার্থীদের ভরণপোষণের জন্য রাষ্ট্রীয় কোষাগারে অর্থ না থাকলে, প্রয়োজনে মুসলমানরা চাঁদা তুলে হলেও তাদের পুনর্বাসনে এগিয়ে আসবে।’

ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম,প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ /এপিএইচ/

আরও পড়ুন: ইসি গঠনে খালেদার ফর্মুলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা