X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৬:১৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৬:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
গত ৪ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের জন্য পরোক্ষভাবে জামায়াতে ইসলামীকে দায়ী করেন প্রধানমন্ত্রী।তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা দাবি করেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও অসত্য।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষভাবে জামায়াতে ইসলামীকে দায়ী করে যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন, তার কোনও ভিত্তি নেই। তদন্ত ও প্রমাণ ছাড়াই তার এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। কোনও ঘটনা ঘটলেই তার জন্য জামায়াতকে দায়ী করে অসত্য বক্তব্য দিয়ে পানি ঘোলা করার এ প্রবণতা জাতি বরাবর লক্ষ্য করে আসছে।’
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াত ও ছাত্রশিবির কখনও হত্যা এবং সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর মতো দায়িত্বপূর্ণ পদে থেকে এ ধরনের বক্তব্য প্রদান করার অর্থই হচ্ছে তদন্ত এবং বিচারকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা এবং প্রকৃত খুনীদেরকে আড়াল করা।’

শফিকুর রহমান মনে করেন, ‘এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে সন্ত্রাস বন্ধ হওয়া তো দূরের কথা,প্রকারান্তরে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে এবং বিচার প্রার্থীরা কখনও ন্যায়বিচার পাবেন না।’

আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানো ও অবৈধ হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার এবং জামায়াতের ওপর মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি।

এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন: 


প্রধানমন্ত্রী আপনি মমতাময়ী মা, নিঃস্ব সন্তানদের পাশে দাঁড়ান: এরশাদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!