X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৮:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:০৫

বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া শামীম, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ হৃদয়, সামাদ আজাদ জুলফিকার, হিরণ ভূঁইয়া, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেন, মাহমুদুর রহমান সৈকত, আব্দুল আজিজ ফয়েজ, নাইম ইবনে আজাদ, তুহিন, জসিম উদ্দিন, মাইনুল ইসলাম, মিল্টন খন্দকার, রানা ও সুজন।
প্রসঙ্গত, ২১ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মামুন, রাসেল ও কাজল নামে তিনজন আহত হন। ‘হিরণ গ্রুপে’র ওপর হঠাৎ হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় ‘রাজু গ্রুপ’। ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর করে হামলাকারীরা, আগুন ধরিয়ে দেয় সাতটি মোটর সাইকেলে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক কমিটিকে ঘিরে ক্যাম্পাসে দু’টি গ্রুপ তৈরি হয়েছে। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কমিটির আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজু, অন্য গ্রুপের নেতৃত্বে হিরণ ভূঁইয়া। এর মধ্যে ‘রাজু গ্রুপে’র সমর্থকদের একাংশ ক্যাম্পাসে থাকলেও আরেক অংশ ক্যাম্পাসের বাইরে থাকে।
দীর্ঘদিন কমিটি না থাকার পর গত ১৭ নভেম্বর ঢাকা কলেজ ছাত্রলীগ শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক রাজু ক্যাম্পাসের বাইরে অবস্থান করতেন। কমিটি গঠনের কিছুদিন পর তিনি ক্যাম্পাসে আসেন। কিন্তু ‘হিরণ গ্রুপে’র কারণে তার সমর্থকদের অনেকেই ক্যাম্পাসে ঢুকতে পারেননি। নিজের সমর্থকদের ক্যাম্পাসে ঢোকানোর বিষয়ে কয়েক দফা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন রাজু। কিন্তু তাতে কাজ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিতে হামলা করে ক্যাম্পাসে অবস্থান নেয় ‘রাজু গ্রুপ’।

পিএইচসি/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ