X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইসি গঠন: সার্চ কমিটিকে নাম দিতে আগ্রহ নেই আ. লীগের

পাভেল হায়দার চৌধুরী
২৯ জানুয়ারি ২০১৭, ২৩:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩

আওয়ামী লীগ সার্চ কমিটির কাছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সম্ভাব্য সদস্যের নাম প্রস্তাবে আগ্রহ নেই আওয়ামী লীগের। ক্ষমতাসীনদের মতে, ইসি কিভাবে গঠিত হবে, তা নির্ভর করবে রাষ্ট্রপতির ওপরই। রাষ্ট্রপতির ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে ক্ষমতাসীন দলটির। এ কারণে দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, সার্চ কমিটির কাছে ইসি সদস্যের নাম পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। তাদের মতে,  নাম পাঠালে তা নিয়ে অযথা বিতর্ক সৃষ্টির সুযোগ পাবে সরকারবিরোধী মহল। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এখনও সার্চ কমিটির পক্ষ থেকে নাম চাওয়ার কোনও চিঠি পাননি তারা। চিঠি পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ রবিবার সন্ধ্যা সাতটায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও চিঠি পাইনি। চিঠি পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের গুরুত্বপূর্ণ দুই জন মন্ত্রী জানিয়েছেন, নির্বাচন কমিশন গঠনের  ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ওপরই আওয়ামী লীগের পূর্ণ আস্থা রয়েছে। আর তিনিই সার্চ কমিটি গঠন করেছেন। তাই সার্চ কমিটিই নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। আওয়ামী লীগের পছন্দের কারও নাম না পাঠানো উচিত হবে না। তাদের মতে, আওয়ামী লীগ নাম পাঠালে তার ভিন্ন অর্থ খুঁজতে থাকবে সরকারবিরোধী বিভিন্ন মহল। তাই নাম পাঠিয়ে সেই সুযোগ তৈরি করে দিতে চায় না আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দু’জন সদস্য বলেন, ইসিগঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি নিজে সার্চ কমিটি গঠন করেছেন। এখন এই সার্চ কমিটিই ইসি সদস্যদের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে। উল্টো রাজনৈতিক দলগুলোর কাছে সার্চ কমিটির নাম প্রস্তাব করছে। বিষয়টি খুবই বিব্রতকর।

সূত্র জানায়, রবিবার সন্ধ্যা পর্যন্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতা ঢাকার বাইরে রয়েছেন। এ কারণে সার্চ কমিটিতে নাম পাঠানোর ব্যাপারে চূড়ান্ত  আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রবীণ এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, সার্চ কমিটি নাম চাইলেও আওয়ামী লীগ নাম পাঠাবে না। তবে আওয়ামী লীগকে কোনও চিঠি ইস্যু করলে, চিঠির জবাব দেওয়া হবে। সেখানে রাষ্ট্রপতি ও সার্চ কমিটির ওপরই আস্থার কথা জানিয়ে নাম না পাঠানোর ব্যাপারে যুক্তি তুলে ধরা হবে।’     

দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘নাম চেয়ে সার্চ কমিটির কোনও চিঠি এখন পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয়ে আসেনি। চিঠি হাতে পেলে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ তিনি বলেন, ‘নাম পাঠানোর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’  

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’

নাম প্রকাশ না করার শর্তে সম্পাদকমণ্ডলীর এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। এক্ষেত্রে রাষ্ট্রপতির যেকোনও সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। তাই নাম পাঠিয়ে রাষ্ট্রপতির ওপর রাখা আস্থায় চিড় ধরাবে না আওয়ামী লীগ।’

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক জরুরি যৌথসভা ডাকা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সোমবার (৩০ জানুয়ারি)  রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।  ওই সভায় সার্চ কমিটিকে নাম প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।

 আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটিকে নাম দেবে বিএনপি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস