X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আ. লীগের তৃণমূল নেতাদের যেসব নির্দেশনা দিলেন শেখ হাসিনা

পাভেল হায়দার চৌধুরী
২০ মে ২০১৭, ১৮:০২আপডেট : ২০ মে ২০১৭, ১৮:১০

 

গণভবনে আওয়ামী লীগের বর্ধিতসভায় তৃণমূল নেতাদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) সরকারের উন্নয়নচিত্রে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্দেশনার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিটি মুহূর্ত জনসেবায় নিয়োজিত থাকা, জনগণের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো, দলকে সুসংগঠিত করতে পরিকল্পিতভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালু করা। যার যার অবস্থান থেকে সুচারুভাবে এই দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের জ্বালাও-পোলাও কর্মকাণ্ডের  চিত্রও জনগণের সামনে তুলে ধরারও নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। আগামী জাতীয় নির্বাচনকে উপলক্ষে শনিবার সকালে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় তৃনমূল নেতাদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক কেন্দ্রীয় ও তৃণমূল নেতা এই তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপিদের মিলেমিশে কাজ করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তৃণমূলকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূল নেতাকর্মীরাই। ’

সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত ছিলেন। দলীয় সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও বর্ধিত সভায় ৮টি বিভাগের ৮ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। সভায় গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের মোড়ক উম্মোচন করেন শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের হাতে তুলে দিয়ে ল্যাপটপ, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তুলে দেন। এসময় তিনি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুসরণ করে কাজ করতে নির্দেশ দেন সভাপতি।  

শেখ হাসিনা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সবাইকে জনগণের কল্যাণে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা, প্রতিটি দিন ব্যয় করতে হবে। মনে রাখতে হবে, সমাজের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করার আগে আমাদের কোনও বিশ্রাম নেই। আমাদের উন্নয়ন মানুষকে বার বার মনে করিয়ে দিতে হবে। মানুষ জানলেও তা তুলে ধরতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ কী দিয়েছে, বিএনপি কী দিয়েছে, তার একটি চিত্র তুলে ধরতে হবে।’ তিনি বলেন, ‘আজ আপনাদের হাতে যেসব অডিও-ভিডিও হাতে দেওয়া হয়েছে, সেগুলো গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে প্রচার করতে হবে। একদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে, অন্যদিকে বিএনপি কী করেছে, তাদের অপকর্ম জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’          

নৌকা গ্রাম-গঞ্জ ও উন্নয়নের মার্কা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে, তা সবাইকে বলতে হবে, বোঝাতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জঙ্গি-সন্ত্রাসবাদ, লুটপাট, দুর্নীতি মানুষ খুন হবে, এটা বোঝাতে হবে মানুষকে। বিএনপির মধ্যে মমত্ববোধ নেই, তাই তাদের রাজনীতি লুটে খাওয়ার রাজনীতি, একথা জনগণকে বোঝাতে হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ হচ্ছে একটাই, তা হলো মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, সেটা হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। কী পেলাম সেটা বড় নয়, জনগণকে কী দিতে পারলাম, সেটাই খেয়াল করতে হবে। আমাদের উন্নয়নের নীতিমালা তেলে মাথায় তেল নয়, সমাজের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে।’

তৃণমূল নেতাদের পদভারে গণভবন ধন্য মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিভিন্ন সময়ে তৃণমূল নেতাকর্মীরা প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। তারাই সব সময় দলকে মজবুতভাবে ধরে রেখেছেন। সবসময় ঠিক সিদ্ধান্ত তারাই গ্রহণ করেছেন।’ এসময় প্রত্যেক সংসদ সদস্যকে নিজ-নিজ এলাকার স্থানীয় নেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করারও নির্দেশন তিনি।

/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী