X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির বিষয়ে জানতেন না প্রধানমন্ত্রী

পাভেল হায়দার চৌধুরী
২২ মে ২০১৭, ২১:০৫আপডেট : ২২ মে ২০১৭, ২১:২৫

 

শনিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির বিষয়ে জানতেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় সেতুমন্ত্রী বলেন, ‘শনিবার দলের বর্ধিত সভার দিন বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছি। বিষয়টি প্রধানমন্ত্রী জানতেন না বলে আমাকে জানিয়েছেন। এ বিষয়ে আগে থেকে আমি নিজেও কিছু জানতাম না।’  

সোমবারের বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের পুলিশি তল্লাশির প্রসঙ্গটি তোলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘ওইদিন আমাদের এত বড় কর্মসূচি, বর্ধিত সভা এ ঘটনার কারণে কভারেজে মার খেয়ে গেছে।’ এরপর বিষয়টি নিয়ে অন্য নেতারাও একই মন্তব্য করেন।

উল্লেখ্য, শনিবার (২০মে) সকাল ৭টা ২০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে, এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হয়েছে।’
তল্লাশি শেষে পুলিশ সকাল সাড়ে নয়টা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছেড়ে যায়। এই প্রসঙ্গে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, তল্লাশি তালিকা অনুযায়ী সেখানে কিছুই পাওয়া যায়নি।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার