X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিপিবি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে শাহ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৭:২১আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:৪১

সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে পরিবর্তন এসেছে। অসুস্থতা ও অনুরোধের প্রেক্ষিতে সৈয়দ আবু জাফর আহমেদের স্থলে প্রেসিডিয়াম সদস্য শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার দুইদিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভাশেষে এ সিদ্ধান্ত হয়। রবিবার এ সিদ্ধান্ত জানায় সিপিবির কেন্দ্রীয় দফতর বিভাগ। সভায় কেন্দ্রীয় কমিটির দায়িত্বে পুনর্বণ্টন করা হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা গতকাল শনিবার সমাপ্ত হয়ে। ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত এ সভায় পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট ও রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং গৃহীত হয়। সভায় রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
দফতর বিভাগ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির সভায় বর্তমান সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদকে অসুস্থতাজনিত কারণে তাঁর অনুরোধের প্রেক্ষিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য করা হয় এবং প্রেসিডিয়াম সদস্য শাহ আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়াও প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দনকে সহকারী সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন। কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদারকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মনোনীত করা হয়। সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন ও খুলনা জেলার অরুণা চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

‘সরকারের পশ্চাদপসরণ রাষ্ট্রকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে’
এদিকে সিপিবির রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, বর্তমান সরকারের দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকারের প্রতি দিক নির্দেশ করে বলা হয় সরকার হেফাজতে ইসলামের চিঠির পরিপ্রেক্ষিতে পাঠ্যপুস্তক থেকে প্রগতিশীল ও অমুসলিম লেখকদের লেখা বাদ দিয়েছে।
এতে আরও বলা হয়, হেফাজতের দাবির কারণে কওমি মাদ্রাসার ডিগ্রিকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। সর্বশেষে হেফাজতের হুমকির মুখে হাইকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ করেছে।
বলা হয়, এটি হেফাজতের কাছে সরকারের নতি স্বীকার। এ নতি স্বীকার সমাজ ও রাষ্ট্রকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। প্রস্তাবে সরকারের এ পশ্চাদপসরণ রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান হয়।
/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে