X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৩৪টি ইউনিয়ন ও এক উপজেলায় আ.লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ০৪:০২আপডেট : ১০ জুন ২০১৭, ০৪:০২

আওয়ামী লীগ দেশের ৩৪টি ইউনিয়ন পরিষদ ও একটি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৪টায় দলের স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আাগামী ১৩ জুলাই এসব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ১২ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন- ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঞ্জুরুল আলম রাজীব, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে এমজি রব্বানী, বাচোর ইউনিয়নে জীতেন্দ্র নাথ বর্মন ও নন্দুয়ার ইউনিয়নে মো. আব্দুল বারী, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে মো. পাভেল, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ, নাটোর জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদে মো. আলতাব হোসেন, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নে নাসির উদ্দিন খোকন, লতা ইউনিয়নে মো. মিজানুর রহমান, চর এক্করিয়া ইউনিয়নে আব্দুল মুকিম তালুকদার, আলিমাবাদ ইউনিয়নে শেখ সহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নে মো. মহিউদ্দিন, শ্রীপুর ইউনিয়নে মো. হারুন-অর-রশিদ, জয়নগর ইউনিয়নে মো. সেকান্দর আলী জাফর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নে মো. ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে মো. গোলাম মোস্তফা, মহিশমারা ইউনিয়নে কাজী আব্দুল মোতালেব, কুড়ালিয়া ইউনিয়নে আহাম্মদ আলী, অরণখোলা ইউনিয়নে মো. আব্দুর রহিম, কুড়াগাছা ইউনিয়নে মো. ফজলুল হক সরদার, বেরীবাইদ ইউনয়নে মো. জুলহাস উদ্দিন, ফুলবাগচালা ইউনিয়নে মো. রেজাউল করিমকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

একই জেলার সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে মো.হাসমত আলী, কাকুয়া ইউনিয়নে মো. বদিউজ্জামান ফারুক, কাতুলী ইউনিয়নে মো. ইকবাল হোসেন, মাহমুদনগর ইউনিয়নে মো.গোলাম সরোয়ার জাহান, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নে কারার শাহরিয়ার আহমেদ, ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নে মো. সাফায়েত উল্লাহ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নে এম আসলাম মৃধা, নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে রুবেল মিয়া, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে মো. আবুল হোসেন ,কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নে মো. মনিরুজ্জামান ভূঞা।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!