X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ২৩:৪১আপডেট : ১৪ জুন ২০১৭, ২৩:৫০

ইফতারে বক্তব্য রাখছেন খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) আগামী একাদশ জাতীয় নির্বাচন একতরফাভাবে আয়োজন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ওই নির্বাচনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা সিটিতে আপনারা একতাবদ্ধ হোন। সামনে শুভ দিন আসছে। ধানের শীষের বিজয় হবেই। আসুন, আমরা ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করি। দেশের মানুষকে আবার শান্তি-উন্নতি-গণতন্ত্র-উন্নয়নের পথে নিয়ে যাই।’
বুধবার (১৪ জুন) রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারের ‘পুস্পগুচ্ছ’ ও ‘রাজদর্শন’ হলে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতারে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন। এই ইফতার অনুষ্ঠানেই প্রথমবারের মতো আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তিনি।
ঢাকা মহানগর বিএনপির ইফতারে খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচন একতরফাভাবে আয়োজন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায়। তারা চুরি করে ক্ষমতায় বসার কথা ভাবছে। কিন্তু জনগণ তা হতে দেবে না। তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে একতরফা নির্বাচন আয়োজন করতে চাই। কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই দেশে আর একতরফা কোনও নির্বাচন করতে দেওয়া হবে না। মানুষও বুঝে গেছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন করলে তার ফল কী হয়।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতারে মঞ্চে খালেদা জিয়া (ছবি- ফোকাস বাংলা) ‘সহায়ক সরকারে’র অধীনে আগামী নির্বাচন হবে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘ওই নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। আর জনগণও এই অত্যাচারী সরকারকে প্রত্যাখ্যান করবে। তাদের করুণ পরিণতি বরণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনকে ভয় পাই না। কিন্তু নির্বাচনকে নির্বাচনের মতো হতে হবে। নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকতে হবে, নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে।’
ইফতারে পার্বত্য জেলাগুলোয় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানান খালেদা জিয়া। এসময় তিনি আহতদের সুচিকিৎসার দাবি জানান। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সরকার দরিদ্র মানুষের কথা ভাবে না, তাদের কথা ভেবে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। তারা লুটপাট করতেই ব্যস্ত।’ এসময় বিরোধী দলকে দমন করতে সরকার রমজান মাসেও গুম-খুনের ধারাবাহিকতা ধরে রেখেছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। এ প্রসঙ্গে নরসিংদী ছাত্রদলের নেতা সিদ্দিকুর রহমান নাহিদের কথা উল্লেখ করেন তিনি। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান খালেদা জিয়া।
ইফতারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়: এরশাদ

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু