X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আবদুস সালামকে স্মরণ করলেন বাম নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ২১:৩৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২১:৩৫

আবদুস সালাম শোকসভা সংবিধান বিশেষজ্ঞ ও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট প্রয়াত আবদুস সালামকে স্মরণ করেছেন দেশের বাম রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে এক শোক সভায় প্রয়াত এই নেতাকে স্মরণ করা হয়।
অ্যাডভোকেট আবদুস সালামকে শ্রদ্ধা জানাতে শোকসভাটি আয়োজন করে আবদুস সালাম শোকসভা আয়োজক কমিটি। এতে তেল-গ্যাস খণিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন।

সভায় নেতারা বলেন, ‘আবদুস সালাম আজীবন রাজনীতিক ছিলেন এবং দুর্নীতির সঙ্গে তিনি কোনও আপোষ করেননি। একইসঙ্গে জিয়াউর রহমানের সামরিক সরকারের সময় অন্যান্য বাম রাজনীতিক, বিশেষ করে পিকিংপন্থী বামপন্থীরা সুযোগ-সুবিধা নিলেও আবদুস সালাম বিরত থেকে রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রেখেছিলেন।’

অ্যাডভোকেট আব্দুস সালাম সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব এবং সমস্ত সম্পদের ওপর কিভাবে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সর্বাত্মকভাবে সক্রিয় ছিলেন আব্দুস সালাম। তেমনি লেখালেখির মাধ্যমেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই নেতা। এ ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে কিভাবে দেশের প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গাকে রুদ্ধ করা আছে সে বিষয়ে তাকে সোচ্চার থাকতে দেখা গেছে।’

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ের ময়দানে অ্যাডভোকেট আব্দুস সালামের মতো প্রবীণ নেতারা সরাসরি সংগ্রামে যুক্ত থাকা তরুণদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘মার্কসবাদকে বোঝার জায়গাটা আবদুস সালামের মধ্যে সহজাতভাবেই ছিল। তিনি সব বিষয়কেই অনেক খোলাখুলিভাবে দেখেছেন। এমনকি আমরা কখনও কখনও কিছু বলতে ভয় পেলেও তার কোনও সংশয় ছিল না। সরাসরি যেকোনও প্রশ্ন করাই ছিল তার সহজাত প্রবৃত্তি।’

বাম নেতা হামিদুল হক বলেন, ‘জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন। এমনকি ওই সময় রাজশাহীতে পিকিংপন্থী বামপন্থীরা জিয়াউর রহমান সরকারের সুযোগ-সুবিধা নিলেও তিনি বিরত থেকেছেন। আন্দোলনও করেছেন জিয়ার বিরুদ্ধে।’

আবদুস সালাম গত ২৬ মে মৃত্যুবরণ করেছেন। তাকে নিয়ে লিখিত একটি রচনায় বলা হয়েছে, আবদুস সালামের অনুসন্ধান আর বোঝাপড়া তাকে বাংলাদেশের লড়াইয়ের পথ অনুসন্ধানে বাংলাদেশের ইতিহাসের ভেতরে তার শেকড় খুঁজতে অনুপ্রাণীত করেছে।

/এসটিএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী