X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনলেই বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ২০:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২০:৫১

সিপিবির আলোচনা সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে হলে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য ৭২-র সংবিধানের চার মূলনীতি বাস্তবায়ন করতে হবে।’ মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সিপিবি সভাপতি আরও বলেন, ‘দেশে ইতিহাস নিয়ে বিতর্ক চলছে। কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে বোঝেন ১৯৭১ এর ৯ মাসের যুদ্ধ। কেউ বোঝেন পাকিস্তান আমলের ২৩ বছরের সংগ্রাম। আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাস রচনাকালে ব্রিটিশবিরোধী সংগ্রাম ও স্বাধীনতাকামীদের বাদ দেওয়া যাবে না। আমাদের জাতীয় মুক্তি আন্দোলন হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে সংগ্রাম ও ৭১-র ৯ মাসের সশস্ত্র যুদ্ধের সমষ্টি।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জনগণ ইতিহাসের স্রষ্টা। তবে জনগণ স্বত:স্ফুর্তভাবে ইতিহাসে কাম্য ভূমিকা পালন করতে পারে না। ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সচেতন উদ্যোগ জনগণকে ইতিহাসের কাম্য ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে।’

সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও কলামিস্ট হায়দার আকবর খান রনো বলেন, ‘বঙ্গবন্ধু হচ্ছেন ইতিহাসের মহানায়ক। তার সপরিবারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি ধারা পুনঃপ্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ নেতারা খুনিদের কাছে আত্মসমর্পণ না করলে বঙ্গবন্ধুর খুনিদের প্রতিরোধ করা যেত।’ তিনি আরও বলেন, ‘কেবল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের শাস্তি কার্যকর করা হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’

শোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী। সভা পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

এসটিএস/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই