X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে ঢাকাকে সাজিয়ে তুলেছে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:১১

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকার সড়কগুলো সাজাচ্ছে আওয়ামী লীগ

আগামী সাত অক্টোবর নিউ ইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তার দেশে ফেরা উপলক্ষে ঢাকাকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য ঢাকাজুড়ে লাগানো হচ্ছে অসংখ্য ব্যানার-ফেস্টুন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন, ওইদিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে দলীয়ভাবে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।  দলটির কেন্দ্রীয় নেতারা সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা করেছেন সংবর্ধনা অনুষ্ঠান সফলে প্রস্তুতি গ্রহণ করতে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকার রাস্তাগুলো সাজাচ্ছে আওয়ামী লীগ

তারা জানান,  ইতিমধ্যে ছয় হাজার ফেস্টুন শহরের বিভিন্ন মূল সড়কের মাঝখানে থাকা ল্যাম্পপোস্টে টাঙিয়ে দেওয়া হয়েছে।

এসব ফেস্টুনের কিছু শেখ হাসিনার ছবি সম্বলিত, কোনোগুলোতে লেখা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন’। আবার বেশকিছুতে লেখা রয়েছে ‘যুদ্ধ নয়, আমরা শান্তির পক্ষে’―শেখ হাসিনা। রয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের জড়িয়ে ধরে তোলা প্রধানমন্ত্রীর নানা আলোকচিত্রও।

প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে ঢাকাকে সাজিয়ে তুলছে আওয়ামী লীগ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে শহরের সবখানে এসব ফেস্টুন শোভা পাচ্ছে গত দুই দিন ধরে। মূল সড়কের মাঝখানে সিটি করপোরেশনের ল্যাম্প পোস্টে এসব ফেস্টুন টাঙানো হয়েছে। আওয়ামী লীগের সৌজন্যে এসব ফেস্টুন লাগানো হয়েছে। আজ  বৃহস্পতিবার রাত থেকে শহরের বিভিন্ন স্পটে সাঁটানো হবে বড় বড় ব্যানার ও বিলবোর্ডও।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং তাঁকে সংবর্ধনা জানানো উপলক্ষে ঢাকা শহরে আমরা বিভিন্ন ছবি ও শ্লোগান সম্বলিত ছয় হাজার ফেস্টুন কয়েক হাজার ব্যানার ও একশ বিলবোর্ড করেছি। ফেস্টুনগুলো ইতোমধ্যে টাঙানো হয়েছে। বিলবোর্ড ও ব্যানার বৃহস্পতিবার থেকে লাগানোর কথা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে যারা বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়াবেন তাদের হাতে থাকবে দেশের পতাকা। তিনি বলেন, শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে আমরা এসব উদ্যোগ নিয়েছি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা আয়োজন আওয়ামী লীগের

এদিকে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত ও সফল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

/পিএইচসি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী