X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া ফিরছেন আজ বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ০৭:৫৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৮:০২

 

খালেদা জিয়া (ফাইল ছবি: সংগৃহীত) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন আজ (বুধবার) বিকালে। আজ সন্ধ্যা ৫ টা ২০মিনিটের সময় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়া এমন সময়ে দেশে ফিরছেন, যে সময়ে তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে খালেদা জিয়া লন্ডন থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে (ইকে-৫৮৬) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ বিকাল ৫ টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। তিনি আরও বলেন, ‘দেশে ফেরার সময় লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান  তারেক রহমান, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বিদায় জানান। ঢাকায় ফেরার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র নেতারা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। সেখান থেকে এক মাসের মধ্যেই ফেরার কথা থাকলেও চিকিৎসার সময় প্রলম্বিত হওয়ায় দেশে ফিরতে দেরি হয়। এই পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি বিভিন্ন গণমাধ্যমেও তার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর দু’টি মামলায় গ্রেফতারি জারি হলে বিএনপি নেতারা জরুরি বৈঠকে বসে দলের মহাসচিবের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফেরার পরামর্শ দেন। দু’টি মামলায় ১৯ অক্টোবর তার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার একাধিক মামলার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আইন ও আদালতের ওপর শ্রদ্ধাশীল। শারীরিক অবস্থা ভালো থাকলে তিনি আদালতে যাবেন।’

 

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা