X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন: প্রচারণা চালাতে বুধবার রংপুর যাচ্ছেন বিএনপির নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

সিটি নির্বাচন: প্রচারণা চালাতে বুধবার রংপুর যাচ্ছেন বিএনপির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশের পর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দলের মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলার পক্ষে প্রচারণা চালাতে রংপুরে যাচ্ছেন দলটির নেতারা। বুধাবার (১৩ ডিসেম্বর) সকালে রংপুর যাবেন বিএনপি রংপুর নির্বাচন পরিচালানা কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি টিম। এরপর ১৬ ডিসেম্বর যাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ আমি রংপুরে যাচ্ছি। আগামীকাল সকালে রংপুর যাবেন নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য সচিব ও সম্পাদক আসাদুল হাবিব দুলু। কমিটির অন্য সদস্যরা হলেন—রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক।’  

শায়রুল কবির খান আরও বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রোগ্রামে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা যাবেন।’

গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় রংপুর গিয়ে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালাতে দলের সিনিয়র নেতাদের পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া। এরপর  মঙ্গলবার (১২ ডিসেম্বর) ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালা কমিটি ঘোষণা করে বিএনপি।  

বিএনপির সিনিয়র যুগ্ম-মগাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রংপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন জোটের লোকেরা নির্বাচনি মাঠে সব আচরণবিধি ও নিয়মকে পদদলিত করে দাপিয়ে বেড়াচ্ছে। এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে রংপুরে।’ 

নির্বাচন কমিশন ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারছে বলে অভিযোগ তিনি বলেন, ‘কমিশিন আদৌ সুষ্ঠু নির্বাচনি পরিবশে চায় কিনা, এ প্রশ্নও উঠেছে ভোটারদের মধ্যে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশে তৈরির জন্য ইসির প্রতি জোর দাবি জানাচ্ছি। তারা যেন চাকরি বাঁচানোর তাগিদে কাজ না করে জাতির স্বার্থে কাজ করে।’

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ