X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নৌকায় ভোট দেওয়ার আহ্বান দিপু মনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১৭:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৩১

বক্তব্য রাখছেন ডা. দিপু মনি আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি। তিনি বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করেত হবে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 'মুক্তিযুদ্ধে নারীর অবদান' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

দিপু মনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হন, সাধারণ মানুষ ভালো থাকে। তাই আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত ও  গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শেখ হাসিনাকে ভোট দেওয়ার বিকল্প নেই।’

স্বাধীনতাবিরোধী শক্তি ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধে নারীর অবদান মুছে ফেলার চেষ্টা করেছিল মন্তব্য করে দিপু মনি বলেন, ‘মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল স্মরণীয়। তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা নারীদের অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধে নারীর সাহসী ভূমিকাকে প্রাধান্য দেওয়া হয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে নারী মুক্তিযোদ্ধাদের সব সুযোগ-সুবিধা ও প্রাপ্য সম্মান প্রদান করে।’ 

তিনি বলেন, ‘নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিরোধ ও বাধার দেয়াল তুলবেন না। তাহলে দেশ পিছিয়ে যাবে। নারী-পুরুষের সমান অবদানে একটি দেশ এগিয়ে যায়। নারীদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা দূর করতে হবে। তাহলেই যেভাবে নারীরা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, একইভাবে  দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারবেন।’

বিএনপি-জামায়ত নারী উন্নয়নবিরোধী শক্তি বলে অভিযোগ করে দিপু মনি বলেন, ‘দুর্নীতিবাজ, জঙ্গিবাদ ও লুটেরা দল বিএনপি-জামায়াত। তারা  নারীকে ভোগের বস্তু মনে করে। নারীর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। আর খালেদা জিয়া তাদের দোসর। আসুন, তাদের রুখে আওয়ামী লীগের জয় নিশ্চিত করি।’

আয়োজক সংগঠনের নারী সম্পাদক হালিমা আক্তার লাবণ্যের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বেনজির আহমদ, ব্যারিস্টার তুরিন আফরোজ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা