X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাসদ ছাত্রলীগের সভাপতি হাবীব, সাধারণ সম্পাদক ননী

ঢাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৬

ছাত্রলীগ (জাসদ)-এর সভাপতি (বাঁয়ে) আহসান হাবীব ও সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী আহসান হাবীব শামীমকে সভাপতি ও রাশিদুল হক ননীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাসুদ আহমেদ, আরিফুল হক পাপ্পু, ওসমান গনি শুভ, রাকিব মাহমুদ ও মোস্তফা ইবনে আব্দুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু; সহ-সম্পাদক মো. মামুন হোসেন, আব্দুল মজিদ, আব্দুর রহমান, মো. মিজানুর রহমান ও হাসনাতুজ্জামান বাবু; সাংগঠনিক সম্পাদক গোপাল রাজবংশী; প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম রোমান; দফতর সম্পাদক মো. ইমান হোসেন ইমন; সহ-দফতর সম্পাদক মো. ইমরান আলী; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক চন্দ্রনাথ পাল; অর্থ সম্পাদক সুমন্ত রায়; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হোসেন সীমান্ত; গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিঠুন বিশ্বাস; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া; স্কুল বিষয়ক সম্পাদক বরুন রায়; সমাজসেবা বিষয়ক সম্পাদক আরিফুর রহমান কাজল; ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।
এছাড়া, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. রুবেল হোসেন, মো. আমিনুল ইসলাম জীবন, আব্দুল করিম কয়েস, তুষার বড়ুয়া, ইমতিয়াজ আল আমিন, মো. সজিব খান, ওমর ফারুক, নাজমুল আশিফ অনু, মো. জুয়েল রানা, শিহাব উদ্দিন চঞ্চল, ফাতেমা আক্তার সাদিয়া, মো. তাজুল ইসলাম, অনুপ কুমার অনুপ, তাহীদ এলাহী, ইরফান সাদিক, মো. রুবেল হোসেন, তানিয়া ইসলাম তন্বী, খন্দকার সুলতান পারভেজ, মো. পারভেজ ও মৌসুমী নাসরিন মিতু।
৪৫ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির মেয়ার দুই বছর।
এর আগে, ছাত্রলীগ (জাসদ)-এর দুই দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন হয় সোমবার। মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?