X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘সুপ্রিম কোর্ট বার নির্বাচনের হাওয়া উল্টানোর চেষ্টা করেছে সরকারপক্ষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৩:৫৮আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:০৮

প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সমাবেশ

সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের হাওয়া উল্টানোর অনেক চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘নির্বাচনের হওয়া উল্টানোর জন্য সরকারের প্রভাবশালী লোকেরা চেষ্টা করেছেন। কিন্তু তারা পারেননি।’

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেছেন মওদুদ আহমদ।

এ সময় মওদুদ আহমদ বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে। মানুষ কি ভাবছে তা পরিষ্কার হয়েছে। কারণ, এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। সবাই প্রতিযোগিতা করেছেন। একটা উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে।’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কোথাও কোনও করচুপি হয়নি দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এমন উৎসবপূর্ণ ও সুষ্ঠু হয় তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ভোটের অনুপাত হবে ৭৫ ও ২৫ শতাংশ। এটাই বাস্তবতা। সরকার ২৫ শতাংশের বেশি ভোট পাবে না।’

সরকার ২০১৩ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তবে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। সব কিছুর একটা লিমিট আছে। এই সরকার সেই সীমা পেরিয়ে গেছে। আগামী মাস আমাদের জন্য পরীক্ষার মাস। এখনও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকার যদি সমঝোতায় না আসে, তাহলে একটা সময় আসবে যখন রাজপথ ছাড়া আর কোনও উপায় থাকবে না।’

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘যেখানে দেশে গণতন্ত্র নেই, সেখানে মানুষের কাছে উন্নয়নশীলতার কোনও অর্থ নেই। আর এই উন্নয়নশীল হওয়ার পেছনে কোনও একক সরকারের কৃতিত্ব নেই। আমরা ক্ষমতায় থাকলে আরও ৭-৮ বছর আগেই উন্নয়নশীল হতো বাংলাদেশ। আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্নীতির কারণে এটি দেরিতে হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সঞ্চালনা করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কেএ জামান।

 

/এএইচআর/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন