X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এবার ভোরের আগেই রিজভীর মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:৫১

ভোরের আলো ফোটার আগেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিছিল

গত মাসে দুই দফা ভোরবেলায় মিছিল করলেও এবার ভোরের আলো ফোটার আগেই  কয়েকজন অনুসারী নিয়ে মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি ঝটিকা মিছিল করেন।

প্রত্যক্ষদর্শী বিএনপি অফিসের কর্মচারী শামিমুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে রিজভী আহমেদের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি নয়া পল্টন কার্যালয় থেকে কাকরাইলের দিকে এগিয়ে আবার অফিসে ফিরে আসে।

এদিকে, রিজভী আহমেদ ভোরবেলায় কী বিক্ষোভ করেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ-কেউ মনে করেন, পুলিশের গ্রেফতার এড়াতেই তিনি ভোরবেলায় বিক্ষোভের কৌশল অবলম্বন করেছেন।

বিএনপির কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, খুব ভোরে যখন মানুষের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় না, ওই সময়েই মিছিল করেন রিজভী। বিশেষ করে পুলিশের গ্রেফতার এড়াতে তিনি এ কৌশল করেন। মিছিলের ছবি অনুসারীদের দিয়ে ধারণ করে গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, নয়া পল্টনে সকাল থেকে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকে। আর এ কারণেই ভোরের আগেই বিক্ষোভের সময় বেছে নেন রিজভী।

গত ২৯ জানুয়ারি থেকে তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। রিজভীর অনুসারী মহানগরের এক নেতা জানান, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে দলীয় কার্যালয়ের বারান্দা থেকে স্লোগান দিয়েছেন। মাঝে লিফফেট বিতরণের দিন তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য কার্যালয়ের নিচে আসেন। যদিও পুলিশ দেখে আবার কার্যালয়ে ওঠে যান।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও রিজভী আহমেদ মোবাইল রিসিভ করেননি। এদিকে, রিজভী আহমেদের ভোরবেলায় মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। /এসটিএস/টিএন/

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!