X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কার অধীনে নির্বাচন হবে, তা মুখ্য নয়: ইসলামিক মুভমেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২৩:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০০:০০

 




গোলটেবিল আলোচনা সভা গত নির্বাচনের মতো নির্বাচন জনগণ আর চায় না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন জনগণের প্রত্যাশা। কার অধীনে নির্বাচন হবে, তা মুখ্য নয়।

সোমবার (২৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট 'র সভাপতি নুরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় পরিচালিত হচ্ছে না। অসুস্থ রাজনীতি দেশের সমাজ ও অর্থনীতিকে খাবলে খাচ্ছে। আজ এই দেশে কেউ জনগণের স্বার্থে কাজ করার মনোভাব নিয়ে রাজনীতি করছে না। সবকিছুই বাণিজ্যিক হয়ে যাচ্ছে। নির্বাচন বড় বড় দলগুলোর মনোনয়ন বাণিজ্যকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্যে পরিণত হচ্ছে। এতে সৎ, ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। এসব দেখে আগামী নির্বাচন কেমন হবে তা ধারনা করা মুশকিল।’
বিএনপির ২০১৪ সালের নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত ভুল ছিল দাবি করে তিনি বলেন, ‘এতে শুধু ওই দলের নয় বরং দেশের গণতান্ত্রিক ও প্রশাসনিক ব্যবস্থায় অনেক ক্ষতি হয়েছে। খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার কারণে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও দল ভাঙাসহ সম্ভাব্য যতো বিপর্যয়ই আসুক, যেকোনও বিবেচনায় বিএনপি আবারও নির্বাচন বয়কট করুক সেটা আর জনগণ চায় না। খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচন বয়কট করার ঘোষণা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান শেখ বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। দেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালেই মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চায়। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা, গণমানুষের অর্থনৈতিক মুক্তি, ন্যায়বিচার ও ভোটের অধিকার। কার অধীনে দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, তা মুখ্য নয়। তবে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’
নূরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির চেয়ারম্যান আলমগীর মজুমদার, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা জাফরুল্লাহ খান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. এম হায়দার আলী প্রমুখ।

/এসও/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী