X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৮, ১৭:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:২০

সভায় বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে রাজনীতি করতে গিয়ে এটাকে লেজে-গোবরে করে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই। নাগরিকত্ব তার জন্মগত অধিকার।  তারেক রহমান সম্পর্কে তাদের (ক্ষমতাসীনদেন) যে আশঙ্কা ও ভয়ভীতি, এতে তা-ই প্রকাশ পেয়েছে।’

শুক্রবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘রাজনৈতিক আশ্রয়ের যে সংজ্ঞা ও নিয়মাবলী তা একটু পড়ে দেখবেন। আপনাদের পড়তে যদি অসুবিধা , আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কাগজটি এনে পড়তে বলবেন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক আশ্রয় হচ্ছে— স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে বড় বড় রানৈতিক নেতারা, যারা নিগৃহীত হন, যাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়, তখন তারা অন্যদেশে রাজনৈতিক অশ্রয় নিতে পারেন। যতদিন রাজনৈতিক অধিকার ফিরে আসবে না, ওই দেশে  ততোদিন তিনি এভাবে থাকবেন। এটার সঙ্গে নাগরিকত্ব  ও পাসপোর্টের কোনও সম্পর্কে নেই। এটা খুবই একটি পরিষ্কার বিষয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ কোনও কোনও মন্ত্রী বলছেন, তারেক রহমানের নাগরিকত্ব নেই। আবার কেউ বলছেন, আপাতত নেই। আরে মশাই, নাগরিকত্ব আপাতত হয় নাকি? পাসপোর্ট আপাতত হতে পারে। কারণ, তার মেয়াদ আছে।  নাগরিকত্বের কোনও মেয়াদ নেই। এটা না বোঝার কোনও কারণ নেই। আর তারেক রহমানের পরিচয়পত্র কি পাসপোর্ট নাকি? যাদের পরিচয়পত্রে পাসপোর্টের দরকার, তারাই এ কথাটা বলতে পারে।’

আমীর খসরু বলেন, ‘দয়া করে রাজনৈতিক আশ্রয়ের সংজ্ঞা এবং আইনানুগ সংজ্ঞাগুলো নিয়ে পড়াশোনা করে মন্তব্য করবেন। পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের  কোনও সম্পর্ক নেই। এটা হচ্ছে স্বৈরাচারী রাষ্ট্র থেকে মুক্ত থাকার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে আরেকটি দেশে সাময়িকভাবে বাস করা। এটাই হচ্ছে আইন। এর বাইরে আর কিছু না। তারেক রহমানের নাগরিকত্ব তার জন্মগত অধিকার।’

খালেদা জিয়াকে জেলে রেখে তারা (সরকার) যে নীল নকশা করেছে, তার অধীনে গণতান্ত্রিক , রাজনৈতিক এবং সংবিধানিক অধিকার সবই হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন খসরু।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের অবস্থা এখন এতই খারাপ যে, প্রচারণায় মন্ত্রী-এমপিরা না গেলে জয়লাভ করা যাবে না। সব কিছুকে এতই সংকোচিত করে রাখা হয়েছে, এখন সামান্য যেটুকু বাকি আছে সেটাও মন্ত্রী-এমপিদের দিয়ে দখল করতে হবে। ’

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ছিল আওয়ামী লীগের দাবি। সেনাবাহিনী সব কিছুতে থাকবে শুধু নির্বাচনে থাকবে না এটা কেন? শুধু নির্বাচন থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়ার উদ্দেশ্য কী? সেনাবাহিনী যে চারটি নির্বাচন পরিচালনা করেছে সেগুলো সুষ্ঠু হয়েছে ।’

তিনি আরও বলেন, ‘কারাবন্দি খালেদা জিয়া খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সেবা নিতে দেওয়া হচ্ছে না। তার অধিকার খর্ব করা হচ্ছে।’

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!