X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিএনপির উচিত ছিল স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সরকারকে অভিনন্দন জানানো: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৫:৪৯আপডেট : ১০ মে ২০১৮, ১৭:৪০

প্রেস ক্লাবে ড. হাছান মাহমুদ মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণকে স্বাগত জানিয়ে সরকার, আওয়ামী লীগ এবং দেশের জনগণকে বিএনপি’র অভিনন্দন জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার ( ১০ মে)  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আজ বিএনপির উচিত ছিল সরকারকে, আওয়ামী লীগকে এবং গোটা জাতিকে অভিনন্দন জানানো। পৃথিবীতে দুই শতাধিক রাষ্ট্র আছে। মাত্র ৫০টির বেশি রাষ্ট্রে স্যাটেলাইট আছে। বাংলাদেশ সেই রাষ্ট্রের ক্লাবে যোগদান করতে যাচ্ছে। কয়েকঘণ্টা পরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। শেখ হাসিনা সমুদ্র জয় করেছেন, এবার আকাশ জয় করবেন। আমার আশঙ্কা হচ্ছে, বিএনপি নেতারা আবার বলে বসবে না তো এটা তো ভারতের ষড়যন্ত্র। কারণ, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সাবমেরিন ক্যাবল বিনা পয়সায় দেওয়ার প্রস্তাব এসেছিল। তখন বলেছিল এটা নেওয়া যাবে না। এটা নিলে পরে গোপনীয়তা ভঙ্গ হয়ে যাবে। আসলে যারা মেট্রিক পরীক্ষায় সব বিষয়ে ফেল করে তাদের পক্ষে সাবমেরিন ক্যাবল বোঝা সম্ভব না, স্যাটেলাইট বোঝাও সম্ভব না।’ 

আদালতে যারা হট্টগোল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গত দুদিন ধরে বিএনপি নেতারা বলছেন, এই ধরনের আন্দোলনে হবে, একটি ভিন্নতর আন্দোলন করতে হবে। ওনাদের ভিন্নতর আন্দোলন হলো জজ কোর্টে হট্টগোল করা। হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যখন মামলা চলছে সেখানেও তারা হট্টগোল করছে। আমি আদালতের প্রতি বিনীত নিবেদন রাখবো, আইনের শাসন এবং আইন ও আদালতের মর্যাদা সমুন্নত রাখতে গতকাল যারা আপিল বিভাগে সুপ্রিম কোর্টে এজলাসের সামনে হট্টগোল করেছে তাদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিএনপির কোনও আন্দোলনে জোয়ার সৃষ্টি হয়নি এই দাবি করে তিনি বলেন, ‘তারা নাকি আন্দোলনের গণজোয়ার তৈরি করবে। বিএনপির আহ্বানে সেই জোয়ার আসে নাই কোনও দিনও। ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, রমজানের পর আন্দোলন, চাঁদ যেদিন বড় করে উঠবে সেদিন আন্দোলন। তাদের তর্জন গর্জন হচ্ছে বর্ষাকালের ব্যাঙ ডাকার মতো। বর্ষাকালে ব্যাঙ ডাকে যখন পানিতে চারদিক থৈ থৈ হয়ে যায়। কোনোদিক যাওয়ার তখন সুযোগ থাকে না বলেই ব্যাঙ ডাকা শুরু করে। এখন খন্দকার মোশাররফের বক্তব্য হচ্ছে বর্ষাকালের ব্যাঙ ডাকার মতো।’

হাছান মাহমুদ বলেন, ‘দিনের পর দিন অবরোধ ডেকে শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা হয়েছে। অবরোধ থাকলে চাকরিজীবীদের অসুবিধা হয় না। অসুবিধা হয় শ্রমজীবী মানুষদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য কল্যাণ করেন, কল্যাণ তহবিল গঠন করেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেন। আর খালেদা জিয়া শ্রমজীবী মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এখানেই হলো পার্থক্য। বিশ্বব্যাংকের প্রেসিক্রপশনে আদমজি জুটমিল বন্ধ হয়, কারখানা বন্ধ হয়। আর শেখ হাসিনা শুধু কারখানা চালু নয়, মালিকানাও শ্রমিকদের হাতে দেন।’

আরও পড়ুন- উৎক্ষেপণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট, উড়বে আজই

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে