X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে কথা বলতে চীনের কাছে আ. লীগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ২২:৩১আপডেট : ১০ মে ২০১৮, ২২:৪১

রোহিঙ্গা (ছবি: সংগৃহীত)

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কথা বলতে চীনের প্রতি দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১০ মে) বাংলাদেশ সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট চো লি’র সঙ্গে বৈঠক এ দাবি জানিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা চলমান রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট চো লি’র সঙ্গে। এ সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কথা বলতে চীনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জবাবে চীনের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন-বিষয়টি নিয়ে দেশটির উচ্চ পর্যায়ে কথা বলবেন তিনি। এছাড়াও দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাংলাদেশে চীনের বিনিয়োগের বিষয়েও কথা বলেন তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে এসেছে ছয় সদস্য বিশিষ্ট চীনের এই প্রতিনিধি দল। চীনের ভাইস প্রেসিডেন্ট চো লি ছাড়াও আরও আছেন মিস লিন লি, হু হংযু, ওয়াং চিং, মিস নিউ না, মিস হে হে। হযরত শাহ জালাল আন্তার্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘পারস্পরিক বিষয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমি তাদের রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলেছি। তাদের বলেছি, আমাদের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আমাদের কর্মাকাণ্ডের প্রশংসা করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট চো লি। তিনি বলেছেন- তারা বিষয়টি অবগত আছেন, এ সমস্যা সমাধানে তারা সাহায্য করবেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহানসহ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির কয়েকজন সদস্য। 

 

 

 

/পিএইচসি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার