X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শরিক দলগুলোর অনুমোদিত বক্তব্যই দেওয়া হয়েছে: নজরুল ইসলাম খান

সালমান তারেক শাকিল
০৪ জুলাই ২০১৮, ২৩:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২৩:৪৬

নজরুল ইসলাম খান (ফাইল ছবি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিমের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ২০-দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যে বক্তব্য আমি প্রেস কনফারেন্সে দিয়েছি, সেই বক্তব্যের ড্রাফট মিটিংয়ে সবাইকে শোনানো হয়েছে এবং সবাই সেটা অনুমোদন করেছেন। সবার অনুমোদিত বক্তব্য প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে। সেখানে এটাও বলা হয়েছে, তিন সিটি করপোরেশন নির্বাচনে ২০-দলীয় জোটের একজন করে প্রার্থী থাকবেন এবং সবাই সে প্রার্থীর জন্য কাজ করবেন। এটা বলা হয়নি যে, তিন সিটিতে বিএনপির প্রার্থী থাকবে।’

এর আগে রাত ১০টার দিকে জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির গুলশান অফিসে ২০-দলীয় জোটের বৈঠকে আমি উপস্থিত ছিলাম। কতিপয় মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর রিপোর্টে আমি বিস্ময় প্রকাশ করছি। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন। এতে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।’

এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে নজরুল ইসলাম খান বলেন, ‘বৈঠকে জামায়াতকে বলা হয়েছে, বাকি অন্য দলগুলোও বলেছে, ২০-দলীয় জোটের প্রার্থী থাকবে। আগেও এমন হয়েছে। একজন প্রার্থীই থাকবে। বৈঠকে জামায়াতের নেতা মাওলানা আবদুল হালিমও বলেছেন, আমি সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করি, আপনাদের মতামত বলি। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আর সময় তো আছেই।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘যে ভাষা আমরা প্রেস কনফারেন্সে ব্যবহার করেছি, সে ভাষা তো তার সামনেই পড়েছি। শোনার পর একমত হওয়ার পরই পড়েছি। কাজেই এতে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। সিলেটে আরিফ থাকবে না ইয়ে থাকবে, সেটা তো সিদ্ধান্ত নেওয়ার সময় আছে।’

তিনি আরও বলেন, ‘জোটের শরিক দলগুলোর বাকি সবাই বলেছে, সিলেটে আরিফই মোর পুপলার। সেখানে তিনি আগেও মেয়র ছিলেন। তারাও বলেছেন, নেতাদের বুঝিয়ে দলের প্রার্থিতা প্রত্যাহার করিয়ে নেন। খেলাফত মজলিসেরও তো মেয়র প্রার্থী আছে। তারাও তো কাউন্টার বক্তব্য দেয়নি।’

জোটের আরেক শরিক বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণিও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংবাদ সম্মেলনের বক্তব্যের ড্রাফট বৈঠকেই শোনানো হয়েছে।’ 

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার রাজধানীর গুলশানে জোটের একক প্রার্থী ঠিক করতে এ নিয়ে জামায়াতকে অনুরোধ করা হলেও দলটির নীতিনির্ধারকরা কিছু জানাননি। পরে বুধবার রাতে এক বিবৃতিতে বলা হয়, জামায়াতের প্রার্থী হিসেবে সিলেটে এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন।

বিএনপি

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে আ.লীগ নেতার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ
সাবেক অর্থমন্ত্রীর অনুসারীদের বিরুদ্ধে আ.লীগ নেতার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?