X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটের কোনও কোনও নেতা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করছেন: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২১:২৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:৩০




২০ দলীয় জোটের কোনও কোনও নেতা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করছেন: জামায়াত শুক্রবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার রাতে বিবৃতিতে মির্জা ফখরুলের নাম উদ্ধৃত না করেই এ প্রতিক্রিয়া জানান।তিনি বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ করেছি যে, একটি সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে অতিউৎসাহী কতিপয় মিডিয়ার পাতা ফাঁদে পা দিয়ে ২০ দলীয় জোটের দায়িত্বশীল কোনও কোনও নেতা কখনও কখনও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে থাকেন।’
শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে জেতার জন্য বিএনপিকে কারও ওপর নির্ভর করতে হয় না। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি একাই অংশ নিয়েছিল। সরকার গঠন করেছিল। সুতরাং বিএনপিকে নির্বাচনে জেতার জন্য কারও ওপর নির্ভর করতে হয় না। বিএনপি নিজেই নির্বাচনে জেতার ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ।’
মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ‘জাতীয় ঐতিহাসিক প্রয়োজনেই ২০ দলীয় জোট গঠিত হয়েছে। যে জাতীয় প্রয়োজনকে সামনে রেখে ২০ দলীয় জোট গঠিত হয়েছে সেই প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি বরং সে প্রয়োজনীয়তা আরো বেড়েছে। জোটের শীর্ষ নেতৃত্বের কেউ কেউ সম্প্রতি এমনও মন্তব্য করেছেন বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে যে, কোনও একটি দল একাই সরকার পরিবর্তন করে ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট কারো সাহায্যের প্রয়োজন নেই। ’
১৯৯১ সালের উপদাহরণ টেনে তিনি আরও বলেছেন, ‘কারও সহযাগিতা ছাড়াই জোটভুক্ত একটি দল বিজয় লাভ করেছিল।’
গোলাম পরওয়ার বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) আসলেই এ ধরনের কোনও বক্তব্য দিয়েছেন কিনা, সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আর যদি তিনি এ ধরনের বক্তব্য দিয়েই থাকেন, তাহলে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে, ১৯৯১ সালে জামায়াত তার নিজ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে সমর্থন দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল। দেশ ও জাতির স্বার্থে এ ধরনের সমর্থন এবং উদারতা ইতিহাসে এক বিরল ঘটনা।’
বিবৃতিতে বলা হয়, ‘চারদলীয় জোটের আকার বৃদ্ধি করে পরবর্তী সময়ে ২০ দলীয় জোট গঠনের পর স্থানীয় সরকার পর্যায়ের পৌরসভা, ইউপি নির্বাচন এবং উপজেলা পরিষদের নির্বাচন দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে। এ সমস্ত নির্বাচনে ২০ দলীয় জোটভুক্ত দলগুলো নিজেদের মতো করে নির্বাচনে অংশ নিয়েছে। তাতে জোটের রাজনীতির কোনও ক্ষতি হয়নি।’ তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচন ও স্থানীয় সরকারের একটি স্তরের নির্বাচন। ১২টি সিটি করপোরেশনের মধ্যে একটি মাত্র সিটিতে জামায়াত নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে। বাকি সব কয়টি সিটিতে বিএনপির প্রার্থীদের জামায়াত সমর্থন দিয়েছে। ’ তিনি যোগ করেন, ‘এ সমর্থন দিতে গিয়ে প্রায় সব জায়গাতেই জামায়াতের নেতাকর্মীরা জেল, জুলুম ও অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। এসব নিয়ে অতি উৎসাহী এক শ্রেণির প্রচারমাধ্যমের কোনও দায়িত্বশীল আচরণ জাতি লক্ষ করেনি। একটি মাত্র সিটিতে জামায়াত অংশ নেওয়ার কারণে তারা এখন তা নিয়ে ঝড় তোলার চেষ্টা করছে।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা জোটভুক্ত সব দল এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আন্তরিক আহ্বান জানাব, যেন কারও উসকানির শিকার হয়ে আমরা যেন এমন কোনও বক্তব্য না দেই, যেন যা দেশ ও জাতীয় স্বার্থের পরিপন্থী হয়।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?