X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিএনপি আবারও আগের রূপে ফিরে যাচ্ছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৫:০৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩৭

স্বরণ সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি আবারও পেট্রোলবোমা হামলা শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তারা (বিএনপি) গতকাল বগুড়ায় পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। অর্থাৎ বিএনপি আবারও আগের রূপে ফিরে যাচ্ছে এবং তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার লক্ষ্যেই জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা শুরু করেছে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটি আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, অতি সত্বর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন। কিন্তু গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে কোনও কথা বলেন না কেন? অর্থাৎ তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে গ্রেনেড হামলাকারী, অগ্নিসংযোগকারী, পেট্রোলবোমা নিক্ষেপকারী, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিগোষ্ঠী এবং স্বাধীনতাবিরোধীদের দোসরে পরিণত হয়েছে।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

/এসও/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী