X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৫:২৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের শেষ ভরসা। জাতীয় পার্টি কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল। রবিবার (১৪ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এবিএম রুহুল আমিন হাওলাদা বলেন, ‘আগামী ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন ও জোট গঠন নিয়ে কথা বলবেন—নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা। মহাসমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদ জাতিকে দিকনির্দেশনা দেবেন।’ 

তিনি বলেন, ‘ক্ষমতা ছেড়ে দেওয়ার পর গত ২৭ বছরের প্রতিটি সংসদে জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল তাই আগামী নির্বাচনেও অংশ নিতে তিনশ’ আসনেই প্রস্তুতি রয়েছে জাতীয় পার্টির।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা কারি হাবিবুল্লাহ বেলালী, জাতীয় ইসলামি মহাজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএ মহাসচিব এড. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইয়েদ মুজাফ্ফর আহমদ মুজাদেদ্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুছা, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, জাতীয় ইসলামী মহাজোটের সিনিয়র কো-চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়, বিএনএ প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসাইন প্রধান, ইসলামি মহাজোটের মুখপাত্র কারি মাওলানা মো. আসাদুজ্জামান, বিএনএ মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দেশের মানুষ এখনও জাতীয় পার্টির নয় বছরের সুশাসন ভুলে যায়নি। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। সন্ত্রাস, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই। দেশের মানুষ জানেন, পল্লীবন্ধুর নয় বছরের শাসনামলে যে উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের যে নজির আছে, তা গেল ২৭ বছরে কেউ করতে পারেনি। অতীতের যেকোনও সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি সাধারণ মানুষের রায় নিয়ে একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে পারবে।’ তিনি ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের যৌথ সভা সোমবার

২০ অক্টোবর অনুষ্ঠেয় সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করতে সোমবার (১৪ অক্টাবর) বেলা ১১টায় গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর জাতীয় পার্টি উত্তরের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। সভা পরিচালনা করবেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী