X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৪১





ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
পাকিস্তান দূতাবাসে মির্জা ফখরুলের বৈঠক ও আইএসআই’র সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামনের বৈঠক হয়েছে বলে ওবায়দুল কাদের ও আব্দুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এই বক্তব্য শুধু বিএনপিকে হেয় করার জন্য। তাদের বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই প্রবণতা আছে যে বিএনপিকে এমন সংস্থা বা দেশের সঙ্গে যুক্ত করে বিপদে ফেলতে চায়। আমরা সব সময় জনগণের মতামত নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছি। কোনও সংস্থা বা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক নেই।’
সরকার পরিকল্পিত ও সুচিন্তিতভাবে বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপ্রচারে মেতে উঠেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারি অর্থ ব্যয় করে তারা এই জঘন্য মিথ্যাচারের জন্য সোশ্যাল ও প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা তিনশ’র বেশি ভুয়া ফেসবুক আইডি খুলেছে। যার একমাত্র উদ্দেশ্য বিরোধী দল ও খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অপ্রচার করা, নোংরা ছবি ছড়ানো এবং মিথ্যা ও বানোয়াট গল্প তুলে ধরা।’
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ড. কামাল হোসেনকে নিয়ে একটি কার্টুন দেখিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কার্টুনকে আমি কিছু মনে করি না। কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা আওয়ামী লীগ নেতাদের নিয়ে এই ধরনের কার্টুন দেওয়ায় অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ৭ বছর জেলও হয়েছে। আমাদের অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকেও জেলে রাখা হয়েছে।’
বিএনপি নেতাদের ছবি নিয়ে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এই ধরনের চরিত্র হনন ও অপপ্রচারের বিরুদ্ধে কোনও মামলা হয়নি। আমরা এখন থেকে মামলা করা শুরু করবো। দেখবো সরকার সেগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে।’
এ সময় তিনি সব অনলাইন অ্যাক্টিভিস্টের মুক্তি দাবি করেন।
মিডিয়াকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কিছু নেতা মনোনয়ন বঞ্চিত হয়ে বিক্ষোভ করলে সেগুলো বড় করে ছাপা হয়। কিন্তু আওয়ামী লীগের নিজের দ্বন্দ্বে অনেক খুন হলেও মিডিয়া তাদেরটা ফলাও করে প্রচার করে না।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে দেশ গণতান্ত্রিক থাকবে কি থাকবে না। এখন পর্যন্ত নির্বাচনের প্রচার থেকে শুরু করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রচারণায় কোনও সমতল ভূমি নেই। আমরা ভয়াবহ প্রতিকূলতা ও খানাখন্দে ভরা অসমতল ভূমিতে নির্বাচন করতে যাচ্ছি। এখনও আগের মতো মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এক্ষেত্রে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে।’
৫৮টি অনলাইন পোর্টাল বন্ধের সুপারিশের নিন্দা জানান মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আমরা ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!